Thokbirim | logo

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কত্তথিপ কত্তপিং সুআনা রওয়া বা পাগড়ি বিনিময় নাচ ।। তর্পণ ঘাগ্রা

প্রকাশিত : ডিসেম্বর ২৮, ২০২০, ১০:২৬

কত্তথিপ কত্তপিং সুআনা রওয়া বা পাগড়ি বিনিময় নাচ ।। তর্পণ ঘাগ্রা

আগেই বলেছি গারো নাচের জন্যে প্রত্যেক পুরুষ কত্থিপ মাথায় বাধবে আর মেয়ে বা মহিলারাও প্রত্যেকে মাথায় কত্তপিং বা পাগড়ি বাঁধবে, আর পাগড়ির উপরে মোরগের পালক লাগাবে। এটাই সাংসারেক গারোদের নিয়ম। এই পাগড়ি বিনিময় নাচে সমসংখ্যক লোক থাকবে। ছেলেরা ছয়জন হলে মেয়েরাও ছয়জন হবে, বেশি কম হলে মিলবে না। প্রথমে দামার তালে তালে মেয়ে ছেলে আলাদা দু দলে দুটি লাইন করে নেচে নেচে হাত উপরে উঠিয়ে উপস্থিত দর্শকদের সালাম জানাবে। কম হলেও একবার উঠোনের চারিদিকে ঘুরবে। পরে নাচতে নাচতে উঠোনের মাঝখানে ছেলে ও মেয়ে পাশাপাশি দু লাইনে দাঁড়িয়ে নাচবে। প্রথমে লাইনে দাঁড়িয়ে সামনের দিকে দেখে দুই দলের ছেলে মেয়েরা নাচবে। কিছু সময় নাচার পর দামার তালে তাল মিলিয়ে একসাথে ঘুরে মুখোমুখি হবে, আর নাচতে থাকবে। এক সময় নাচতে নাচতেই ছেলে-মেয়েরা নিজেদের পাগড়ি খুলবে। নিজেদের পাগড়ি হাতে ধরে কিছু সময় নাচবে, পরে উপরে মাথা সমান উঠিয়ে নাচবে। আর সময় সুযোগ বুঝে নাচতে নাচতে ছেলে মেয়ে একে অপরের পাগড়ি মাথায় পরিয়ে দেবে। হঠাৎ মেয়ের পাগড়ি ছেলেকে পরাবে আর ছেলে তার পাগড়ি মেয়েকে পরাবে। এভাবেই নাচতে নাচতে পাগড়ি বিনিময় নাচ শেষ করবে। বেশির ভাগ নাচে দেখি মেয়েরাই ছেলে সেজে নাচে।



ম্রো আদিবাসীদের নিজেদের জমিতেই থাকতে দিন ।। মানুয়েল চাম্বুগং 

https://www.facebook.com/100101444697668/videos/213456456823577https://www.facebook.com/100101444697668/videos/213456456823577




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost