Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঐতিহ্যবাহী হাজং আদিবাসীদের সংস্কৃতি প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২০, ২৩:৪৩

ঐতিহ্যবাহী হাজং আদিবাসীদের সংস্কৃতি প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারা সংস্থার আয়োজনে্দ্যিআজ ২৫ নভেম্বর ২০২০ খ্রি. তারিখ হাজং সংস্কৃতিক প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রায় হারিয়ে যাওয়া হাজং জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার উদ্যেশ্যে সারা সংস্থা দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিযোগিতাটি আয়োজন করে। নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার গোড়াগাঁও সবুজ নিকেটন উচ্চ বিদ্যালয় ভবনে দিনব্যাপী সংস্কৃতি প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের যশুয়া প্রজেক্টের হিসাব মতে বাংলাদেশে প্রায় ১৮,০০০ জন হাজং গণগোষ্ঠীর বাস রয়েছে।মহান মুক্তিযুদ্ধেও তাঁদের অনেক অবদান রয়েছে। এ প্রদর্শনীতে হাজং জনগোষ্ঠীর লোকেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ, যুদ্ধাস্ত্র, খাদ্য সামগ্রী, বাদ্যযন্ত্র, অলংকার, নিত্য ব্যবহার্য তৈজষপত্র, বস্ত্র বয়নের জিনিসপত্র, মাছ ধরার সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি প্রদর্শন করেছেন। প্রদর্শনীর পর আলোচনা সভা আয়োজন করা হয়।

সারা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব অরন্য ই. চিরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজং নেতা জামিন্দ্র বর্মণ, কলমাকান্দা নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক সত্যবতী হাজং, সবুজ নিকেটন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম স্বপন, পূর্বধলা সারা সংস্থার এরিয়া ম্যানেজার আব্দুল আলীম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলের এরিয়া ম্যানেজার মুজিবুর রহমান।

সভাপতি অরন্য ই. চিরান তাঁর বক্তব্যে হাজংদের ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার জন্য প্রত্যেকটি হাজং জনগোষ্ঠীর জনগণকে বিশেষভাবে আহ্বান করেন।হাজং জনগোষ্ঠীর নেতৃবৃন্দ সংস্কৃতি প্রদর্শনী অনুষ্ঠান আয়োজনের জন্য সারা সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

।। থকবিরিম প্রতিনিধি

 

 

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost