Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কড়া জাতির প্রথম এইচএসসি পাশ “লাপল কড়া” ।। জাডিল মৃ

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০২০, ১৯:৪১

কড়া জাতির প্রথম এইচএসসি পাশ  “লাপল কড়া” ।। জাডিল মৃ

“কড়া” জাতি সম্পর্কে আমরা কতটুকুইবা জানি! আমিও কড়া জাতি সম্পর্কে তেমন কিছু জানি না। তবে হ্যাঁ, জানার চেষ্টা করছি। বাংলাদেশে যে “কড়া” জাতির বাস রয়েছে  তা আগে জানা ছিল না যদি না “লাপল কড়া” নামে ছেলেটির কথা জানতে পারতাম। সেই একমাত্র ব্যক্তি যেকিনা কড়া জাতির মধ্যে প্রথম উচ্চ শিক্ষিত, মানে সে এইবার এইচএসসি পাশ করবে (২০২০)। শুনে খুবই আনন্দিত যে, সে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য পড়াশুনা করছে। আমার বিশ্বাস সে যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। সাথে কড়া জাতির জন্য কাজ করবে, করতে পারবে। এছাড়াও তার ছোটবোন রয়েছে ‘পূর্জা কড়া’ সে এখন অষ্টম শ্রেণিতে পড়াশুনা করছে।

‘লাপল কড়া’র আগে তার মামা কড়াদের মধ্যে ‘কৃষ্ণ কড়া’ উচ্চশিক্ষিত ছিলেন । তিনি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি। তবে লাপল কড়া চেষ্টা করে যাচ্ছে যেন, গ্রামের যে ছোট ছোট বাচ্চারা আছে সবাই পড়াশুনা করতে পারে। তারা যেন পড়াশুনা করে বড় হতে পারে। তাই তো স্বপ্নপূরণে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। তার ভাষ্যমতে বর্তমানে তার গ্রামের বাড়িতে ২৪ টির মতো ‘কড়া’ জাতির পরিবার বসবাস করছে।

আমি যখন তার ফেইসবুকের আইডিতে প্রোফাইল দেখছিলাম এবং তার লেখা পড়ছিলাম তখন বারবার মনে হচ্ছিল, একমাত্র কড়া জাতির মধ্যে ‘লাপল কড়া’ একমাত্র ব্যক্তি হয়ে উঠবে যে কিনা কড়া জাতির ভবিষ্যত ও পথপ্রদর্শক হবে। কারণ তার লেখনি চিন্তাশক্তি ধৈর্য এত ধার যে তার লেখার মাধ্যমেই সেটা প্রকাশ পাই। সে ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছে। এখন কিছু হৃদয়বান ব্যক্তির কল্যাণে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশ্বাস করি তার স্বপ্নের পথে সে সফল হবেই।

‘কড়া’ জাতি সম্পর্কে জানার আগ্রহ থেকে ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম।কিন্তু সালেক খোকনের ‘বাংলাদেশের আদিবাসী কড়া’ এবং তার লেখা ছাড়া কোন বই কিংবা লেখা দেখলাম না। তা থেকেই বুঝা যায় ‘কড়া’ জাতি সম্পর্কে লেখালেখি কিংবা তেমন কোন গবেষণা হয়নি। বিশেষ কোনো কাজ দেখলাম না। কড়া জাতির অস্তিত্ব আছে তবুও তা আড়ালে থেকে যায়। কড়া জাতি অস্তিত্বের সংকটে ভুগছে তা বলাই বাহুল্য।

লাপল কড়া আপন গতিতে এগিয়ে যাচ্ছেন, এই পথচলা যেন থেমে না যায়। সবসময়ই ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে… একদিন লাপল কড়া হয়ে উঠবে ‘কড়া’ জাতি তথা আদিবাসীদের পথপ্রদর্শক…



ডলুবাড়ি ত্রিপুরা কামির শংকা ।। পাভেল পার্থ

সীমিত পরিসরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো গুলশান-বনানী ওয়ানগালা

গারো ভাষায় প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত হলো নতুন গান

সহকর্মীদের কর্মজীবনে ঘটে যাওয়া ব্রাদারের কিছু স্মৃতি ।। মানুয়েল চাম্বুগং

মুখ ও দাঁতের যত্নে প্রথম যে ৩টি কাজ আপনাকে করতেই হবে ।। মার্ক প্রত্যয় রেমা

মুখ ও দাঁত নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ।। ডা. মার্ক প্রত্যয় রেমা

ব্যথাকে নয় রোগকে ভালো করুন ।।  ডেন্টাল সার্জন মার্ক প্রত্যয় রেমা

বাবা’রা কেমন হয়? ভাবি… ।। পরাগ রিছিল

ওয়ানগালার তাৎপর্য ও গুরুত্ব || রেভা. মণীন্দ্রনাথ মারাক

ওয়ানগালার ইতিহাস ।। রেভা. মণীন্দ্রনাথ মারাক

দওক্রো সুআ রওয়া বা ঘুঘু পাখির নাচ ।। তর্পণ ঘাগ্রা

বাসন্তী রেমার নতুন জীবনের সূচনা, তৈরি হচ্ছে দোকান ও পাঠাগার

শুভ বিজয়া দশমী ।। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost