Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সি‌লে‌টে খা‌সিয়া ও গা‌রো আ‌দিবাসীরা ভূ‌মি দখলকারী দুর্বৃত্ত‌দের হামলার শিকার

প্রকাশিত : নভেম্বর ১০, ২০২০, ০০:১৮

সি‌লে‌টে খা‌সিয়া ও গা‌রো আ‌দিবাসীরা ভূ‌মি দখলকারী দুর্বৃত্ত‌দের হামলার শিকার

মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার ইছাছড়া পুঞ্জিতে সোমবার (৯ নভেম্বর২০২০) আদিবাসীদের পানজুম দখলের উদ্দেশ্যে রফিক বাহিনীর গং সন্ত্রাসীরা খাসিয়া এবং গারো আদিবাসীদের উপর হামলাসহ তাদের ঘরবা‌ড়ি ও গির্জায় হামলা চা‌লি‌য়ে‌ছে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইছাছড়া পুঞ্জিতে এ ঘটনা ঘটেছে। জানা যায় ই‌তোপূ‌র্বে ভুয়া দলিল তৈরি করে সন্ত্রাসী র‌ফিক (৬০) ও তার দুর্বৃত্ত বা‌হিনী একটি খাসিয়া পরিবারের প্রথাগত জমি জোরপূর্বক দখল করে পান নষ্ট করে দি‌য়ে‌ছিল। জমিতে কাউকে প্রবেশ করতে পর্যন্ত দেয়নি।

সোমবার সকালে প্রশাসন ও র্যাব বাহিনী খাসিয়া জনগোষ্ঠীর পান বাগান পুনরুদ্ধার করায় সন্ধ্যা ৭টা কী সা‌ড়ে সাতটার দিকে প্রায় ৩০০ লোক নিয়ে জ‌মি দখলকারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩টি ঘর ও ১টি ক্যাথলিক চার্চ ভাংচুর করে‌ছে। কে‌টে দি‌য়েছে গির্জার বিদ‌্যুৎ সং‌যোগ। পানবাগান থে‌কে বের হ‌লেই গলা কাটার হুম‌কি দি‌য়ে হামলা‌টি চালা‌নো হয় ব‌লে স্থানীয়রা জানান। এ ঘটনায় অন্তত ৫ জন নিরীহ আদিবাসী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গে‌ছে।

উ‌ল্লেখ্য, এই পানজুমটিই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। যা দি‌য়ে চালা‌নো হত প‌রিবা‌রের কর্তার ক্যান্সার চিকিৎসা ও যাবতীয় খরচ। প‌রিবার ও ইছাছ‌ড়ি পানপু‌ঞ্জির স্থানীয় খা‌সিয়া এবং গা‌রো জন‌গোষ্ঠী প্রবল অ‌স্তিত্ব সংকটে এবং আত‌ঙ্কে র‌য়ে‌ছে ।

।। থকবিরিম প্রতিনিধি




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost