Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রামগড় তৈচালা এলাকায় ট্রাক- সিএনজি সংঘর্ষে ত্রিপুরা নারী নিহত-১ , আহত -৫

প্রকাশিত : নভেম্বর ০৮, ২০২০, ২২:৩৫

রামগড় তৈচালা এলাকায় ট্রাক- সিএনজি সংঘর্ষে ত্রিপুরা নারী নিহত-১ , আহত -৫

রবিবার ( ৮ নভেম্বর, ২০২০) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে  খাগড়াছড়ি – ফেনী সড়কে রামগড় পৌরসভা এলাকায় তৈচালা নামক স্থানে ইট বোঝাই ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষে জগৎ মালা ত্রিপুরা নামে এক নারী নিহত হয় এবং ৫ জন আহত হয়।
নিহত যাত্রীর পরিচয়  জানা গেছে। মাটিরাংগা উপজেলা আলুটিলার পূর্ণবাসন এলাকার সূর্য কিরন ত্রিপুরার মেয়ে জগৎ মালা ত্রিপুরা (৩০)। আহতরা হচ্ছে, সিএনজি চালক সুরুজ মিয়া, সাইফুল ইসলাম , চাইন্দ্যা মগিনী, মো. তারেক ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জগৎ মালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন । এবং আহত তারেক ছাড়া আহতদের আশংকাজনক চাইন্দ্যা মগিনীসহ ও অপর ৩ জনকে চমেক হাসাপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

 ।। আদিত্য অন্তর, খাগড়াছড়ি




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost