Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সামনে আরো ভিন্ন ভিন্ন ভাষায় গান নিয়ে আসতে পারবো আশা করছি ।। পিংকি চিরান (এফ মাইনর)

প্রকাশিত : অক্টোবর ২২, ২০২০, ১৯:১৯

সামনে আরো ভিন্ন ভিন্ন ভাষায় গান নিয়ে আসতে পারবো আশা করছি ।। পিংকি চিরান (এফ মাইনর)

‘এফ মাইনর’ গানের জগতে সবার পরিচিত একটি নাম। পাঁচজন আদিবাসী নারীর একটি চমৎকার গানদলের সংমিশ্রণ হচ্ছে এফ মাইনর। সম্প্রতি তারা বাংলাদেশের শীর্ষ ম্যাগাজিন পত্রিকা ‘অনন্যা’র  পুরস্কার পেয়েছেন। এটি তাদের জন্য তথা পুরো আদিবাসী শিল্পী সমাজের জন্য একটি বিশেষ সম্মাননা। এফ মাইনর  প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। তাদের সদস্য সংখ্যা পাঁচজন নারী। সবাই পড়ালেখা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে। সম্প্রতি করোনাকালে তাদের গান নিয়ে, কর্মব্যস্ততা নিয়ে থকবিরিমের সাথে কথা বলেছেন এফ মাইনর দলের প্রধান ভোকালিস্ট পিংকি চিরান।

থকবিরিম : করোনাকালে ঘরে সময় কাটাচ্ছেন কীভাবে?

পিংকি চিরান : করোনাকালে আমরা আছি এই সবাই সবার মতো । কয়েকদিন আগে খুব ব্যস্ত ছিলাম আমাদের নতুন গানটার কাজ নিয়ে, গানটা রিলিজ হয়েছে। এখন আমরা ফ্রি । ঘরেই আছি।

থকবিরিম : বর্তমান সময়ে এফ মাইনরের কী অবস্থা? কেমন চলছে?

পিংকি চিরান : কেমন চলছে বলতে আমাদের এই একটু ব্যস্ততা মাঝে মাঝে… আবার অবসর সময়…সব মিলিয়ে এই  হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। টুকটাক কাজ মাঝে মাঝে, আর বাকি সময় ঘরে বসে আছি।

থকবিরিম : এফ মাইনরের প্রথম মঞ্চে-এর অভিজ্ঞা শেয়ার করবেন?

পিংকি চিরান :  প্রথম মঞ্চে উঠা আসলে খুবই এক্সাইটিং ব্যাপার ছিলো। আমরা প্রথম মঞ্চে উঠি ২০১৬ তে বনানী ওয়ানগালায়। তখন আমরা তিনজন মেয়ে মাত্র এফ মাইনরে, আর আমাদের যাদু দা আর অন্তর তখন আমাদের সাথে ছিলো। তখন রেরে, সেরেনজিং গানগুলো করেছিলাম আমরা। এতগুলো দর্শকদের সামনে আমরা প্রথম উঠে স্টেজে খুবই ভয়ে ভয়ে ছিলাম, যাদুদা আর অন্তর আমাদের সাহস যুগিয়েছিলো তখন। আমরা আসলে বলবো যে ওরা দুজন সাথে ছিলো বলেই তখন আমাদের ভালো পারফর্ম করাটা সম্ভব হয়েছিলো।

থকবিরিম : সামনে ওয়ালগালা নিয়ে কোন পরিকল্পনা আছে কি?

পিংকি চিরান : সামনের ওয়ানগালা নিয়ে আপাতত কোন পরিকল্পনা নেই আমাদের।

থকবিরিম : করোনাকালে গারোদের জীবন জীবিকা অনেকটাই থমকে গেছে। আপনারও কি সব কিছু থমকে গেছে ?

পিংকি চিরান : আমি বলবো যে শুধু গারোদের জীবন জীবিকা না পৃথিবীর অর্ধেক মানুষের জীবনই আসলে থমকে গেছে। সেখানে আমরাও অবশ্যই বাদ পড়বো না। আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিলো শিডিউলে। মার্চ- এপ্রিল – মে এই তিনমাসে প্রায় ১৫ টার উপর প্রোগ্রাম ছিলো, সব ক্যান্সেল হয়ে গিয়েছিলো। আমরা একরকম হতাশায় পড়ে গিয়েছিলাম। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, তার পাশাপাশি এই প্রোগ্রামগুলো ছিলো আমাদের জীবন ও জীবিকার একটা উপায় বা অংশ। সুতরাং, বুঝতেই পারছেন সবার মতো আমাদেরও স্ট্রাগল করতে হয়েছে বা হচ্ছে ।

পিংকি চিরান

প্রধান ভোকালিস্ট এফ মাইনর পিংকি চিরান ।। ছবি নীল নন্দিতা রিছিল

থকবিরিম : এফ মাইনরের নিয়ে মানুষের জানার আগ্রহ অনেক। এফ মাইনর সম্পর্কে বলুন…
পিংকি চিরান : ইতিহাস তো আসলে নতুন করে বলার কিছু নেই। আমাদের যাত্রা শুরু হয় ২০১৬ সালের অক্টোবর থেকে যাদু দা এবং অন্তরের হাত ধরে। আমরা তিনজন মেয়ে ছিলাম, নাদিয়া রিছিল, আমি এবং ঐশ্বর্য চাকমা। তারপর আরো অনেকেই আসলো, আবার চলেও গেলো নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ায় । এই পর্যন্ত আমাদের ৪টা মিউজিক ভিডিও হয়েছে, নতুন গান অবশ্য অনেক হয়েছে কিন্তু ওগুলো এখনো ওই স্টেজ শো পর্যন্ত , রেকর্ড হয়নি। ফিনান্সিয়াল প্রবলেম আসলে যেটাতে আমরা এখনও দুর্বল। এখন আমরা ব্যান্ডে পাঁচজন আছি, আমি, নাদিয়া, একিউ, দিবা গ্লোরিয়া। এই পাঁচজন পার্মানেন্ট মেম্বার নিয়েই আমাদের এখন পথচলা।

 থকবিরিম : নতুন কোনো গান আসছে কি বা গান নিয়ে পরিকল্পনা?

পিংকি চিরান : সামনে আরো ভিন্ন ভিন্ন ভাষায় গান নিয়ে আসতে পারবো আমরা আশা করছি। তবে কী কী সেটা এখনই বলতে চাচ্ছি না…. সেটা চমক থাকুক!

থকবিরিম : কোরনাকালে কেমন অনলাইন শো হয়েছে? 

পিংকি চিরান : করোনাকালে আমরা অনেক অনলাইন শো করেছি যতটুকু পারি, তবে সীমাবদ্ধতা ছিলো অনেক। কারণ নেটের প্রবলেম নিয়ে তো আসলে আমার আলাদা করে বলার কিছু নেই।
তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি একা করেছি বিভিন্নভাবে, যেমন আলোচনা ও আড্ডা, গান ও আড্ডা এমন শোগুলো আর কি।

থকবিরিম : এফ মাইনর একটা টিম, যদি গান বা কাজ নিয়ে তাদের কমিটমেন্ট সম্পর্কে পাঠকদের জানাতেন…

পিংকি চিরান : একটা টিম হিসেবে আমাদের কমিটমেন্ট আছে অবশ্যই। ভালো কাজ করা , একসাথে সবাই সবকাজে অংশগ্রহণ, একসাথে লক্ষ্যে এগিয়ে যাওয়া । এই আর কি ।

থকবিরিম: সর্বশেষ আদিবাসী গান নিয়ে কিছু বলেন…

 পিংকি চিরান : সম্প্রতি আমাদের আলো আসবেই গানটা রিলিজ হয়েছে বিশ্বের সকল নারী এবং নারী শিশুদের উৎসর্গ করে। কথা – কবির বকুল এবং সুর ছিলো পুলক অধিকারীর।

বিশ্ব আদিবাসী দিবসে যে ” আদিবাসী গানটা আমাদের রিলিজ হয়েছে ওটা আসলে এফ মাইনর টিমের কাজ না, ওইটা অরন্য চিরান দাদার লিখা, আমার এবং নাদিয়ার সুরে , আমার এবং নাদিয়ার করা গান।
বিশ্বের সকল আদিবাসীকে উৎসর্গ করা গান আমাদের এই ” আদিবাসী ” গানটি ।

কভার ছবি : নীল নন্দিতা রিছিল



গানের শিক্ষক পল্লব স্নাল স্মরণে ।। মতেন্দ্র মানখিন

রাঙামাটিতে চলন্ত সিনজিতে আদিবাসী কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ২

জংজংআ রওয়া  কিংবা জা-চকগা রওয়া  নাচ ।। তর্পণ ঘাগ্রা

বহেরাতুলি গ্রামকেও গ্রাস করছে সোমেশ্বরী ।। জর্জ রুরাম

ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে দিঘলবাগ গ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি ।। অরন্য ই. চিরান

মেথ্রা জাজং নিয়া বা যুবতীদের চাঁদ দেখা নাচ: জিংজিংগ্রিকগা রওয়া বা প্রিয়জনকে ধরে নাচ ।। তর্পণ ঘাগ্রা

ব্রাদার গিউম পেলেন নেদারল্যান্ড রাজার বিশেষ সম্মাননা ‘অ্যাওয়ার্ড অব দ্যা কিং

ইউটিউবটাই আমার ভালোবাসা ।। নীল নন্দিতা রিছিল

গারো ভাষা ও সাহিত্যের স্বরোপ-৪ ।। বর্ণমালা সংক্রান্ত কিছু তথ্য ।। বাঁধন আরেং

https://www.youtube.com/watch?v=6-PKL1gkWq4




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost