Thokbirim | logo

৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নসিকসাক র-ওয়া নমিনদিল বাউলা বা দেবী দেবতাদের নামে নাচা ।। তর্পন ঘাগ্রা

প্রকাশিত : অক্টোবর ১৭, ২০২০, ০৬:২২

নসিকসাক র-ওয়া নমিনদিল বাউলা বা দেবী দেবতাদের নামে নাচা ।। তর্পন ঘাগ্রা

নসিকসাক র-ওয়া নমিনদিল বাউলা বা দেবী দেবতাদের নামে নাচা

মিৎদে বা দেবতা মিসি সালজং এর আগে মাটির নসিকসাক পানির নমিনদিল প্রথম ধানের বীজ পায়, নসিকসাক নমিনদিলের অন্য নামও আছে। দেবী নসিকসাক নমিনদিল ধানের বীজ পেয়ে দেবতা মিসি সালজংকে দেয়, আর এই মিসি সালজংয়ের সাংসারেক গারোদের কষ্ট দেখে মায়া হয়, আর ধানের বীজ দিয়ে সাহায্য করে। সাংসারেক গারোদের বিশ্বাস ধান লাগানোর পর ধানের গাছ যখন সবুজ হয়ে উঠে সুন্দর দেখাবে তখন জুম জমির অল্প জায়গায় গোল হয়ে দামা, রাং, খ্রাম বাজিয়ে নাচাকে নসিকসাক র-ওয়া নমিনদিল বা-উলা নাচ বলে। এই নাচ না নাচলে নাকি জুম জমির ধান ভালো হয় না, দেবতা-দেবী ভালোবাসে না, ধানের ফলন প্রচুর দেয় না বা ধান গাছ ভালো হবে কিন্তু ধান ফলের ভিতরে চাল থাকবে না এরকম।

এই নাচকে ওয়ানগালার সময়ও উঠানে যুবক যুবতীরা দেখায়, ছেলেরা সবাই গলায় দামা ঝুলাবে, আর মেয়েরা সেজে গুজে প্রস্তুত হবে। ছেলে একদল মেয়ে একদল করে আগের মত মেয়েরা হাত তুলে কপালে ঠেকিয়ে সালাম জানাবে, ছেলেরা দামা বাজাবে। উঠানে এক কি দুই ঘুরান ঘুরবে, তারপর নেচে নেচে মাঝখানে আস্তে আস্তে গোল হয়ে যাবে, এক ছেলে আর একজন মেয়ে এভাবে পাশাপাশি গোল হয়। কিছু সময় নাচার পর একজন ছেলে জোরে বলে উঠে, মিৎদে বা দেবী নসিকসাক নমিনদিল তোমার জন্যে নেচে দেখাচ্ছি তুমি দয়া করে ধানের ফলন বাড়িয়ে দাও। কিছু সময় নাচার পর গোল ভেঙে পাশাপাশি মেয়েরা আলাদা ও ছেলেরা আলাদা লাইন করে বিদায় নাচ নাচবে। মেয়েরা মাথা পর্যন্ত হাত উঠিয়ে নাড়াবে আর ছেলেরা দামা বাজাবে। এক অথবা দুইবার ঘুরে উপস্থিত দর্শকদের বিদায় জানিয়ে নসিকসাক নমিনদিল নাচ শেষ করে।



জংজংআ রওয়া  কিংবা জা-চকগা রওয়া  নাচ ।। তর্পণ ঘাগ্রা

বহেরাতুলি গ্রামকেও গ্রাস করছে সোমেশ্বরী ।। জর্জ রুরাম

ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে দিঘলবাগ গ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি ।। অরন্য ই. চিরান

মেথ্রা জাজং নিয়া বা যুবতীদের চাঁদ দেখা নাচ: জিংজিংগ্রিকগা রওয়া বা প্রিয়জনকে ধরে নাচ ।। তর্পণ ঘাগ্রা

ব্রাদার গিউম পেলেন নেদারল্যান্ড রাজার বিশেষ সম্মাননা ‘অ্যাওয়ার্ড অব দ্যা কিং

ইউটিউবটাই আমার ভালোবাসা ।। নীল নন্দিতা রিছিল

গারো ভাষা ও সাহিত্যের স্বরোপ-৪ ।। বর্ণমালা সংক্রান্ত কিছু তথ্য ।। বাঁধন আরেং

https://www.facebook.com/IndependentTVNews/videos/1211504035676807

আদিবাসী সাহিত্য নিয়ে বইমেলায় 'থকবিরিম'

একুশে বইমেলায় আদিবাসীদের সাহিত্য চর্চা নিয়ে হাজির হয়েছে #থকবিরিম প্রকাশনী। দেশসেরা প্রকাশনীগুলোর পাশাপাশি সমানতালে এগিয়ে এটি। এক নজরে দেখে নিন……….

Gepostet von independent24.tv am Freitag, 22. Februar 2019




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost