Thokbirim | logo

৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ব্রাদার গিউম পেলেন নেদারল্যান্ড রাজার বিশেষ সম্মাননা ‘অ্যাওয়ার্ড অব দ্যা কিং’

প্রকাশিত : অক্টোবর ০৯, ২০২০, ২৩:৪৯

ব্রাদার গিউম পেলেন নেদারল্যান্ড রাজার বিশেষ সম্মাননা ‘অ্যাওয়ার্ড অব দ্যা কিং’

ব্রাদার গিউম বাংলাদেশে আছেন ৪০ বছর ধরে। এই চল্লিশ বছরে ব্রাদার গিউম বাংলাদেশের মানুষজনদের বিশেষ করে পথশিশু, প্রতিবন্ধী এবং আদিবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন। সেই কাজের স্বীকৃতি স্বরূপ ব্রাদার গিউম পেলেন ‘অ্যাওয়ার্ড অব দ্যা কিং’ সম্মাননা।

প্রতিবছর নেদারল্যান্ডের রাজা ২৭ এপ্রিল কিংস ডে উপলক্ষ্যে এই পুরস্কার দিয়ে থাকেন। প্রতিবছর ২৭ এপ্রিল কিংস ডে উপলক্ষে এই অনুষ্ঠান হলেও এবছর করোনা মহামারির কারণে হয়নি। তাই আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২০) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পুরনো ঢাকার আরমেনিয়া চার্চ-এ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ড রাজার ব্যাজ

নেদারল্যান্ড রাজার ব্যাজ পরেছেন ব্রদার

সকল স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানটি পরিচালনা এবং বিশেষ সম্মাননা প্রদান করেন নেদারল্যান্ড-এর রাষ্ট্রদূত মি. হ্যারি। মি. হ্যারির কথা বাংলায় ভাষান্তর করেন লেখক সঞ্জীব দ্রং।

নেদারল্যান্ড-এর রাষ্ট্রদূত মি. হ্যারি এবং উনার স্ত্রী আকিয়া ওকামা ছাড়াও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাদার এরিক, লেখক, কলামিস্ট ও আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং, মিসেস মিতালি চিসিম, নকমান্দির প্রতিনিধি প্রতাব রেমা, ফাদার মল্লিকসহ বিশিষ্ট ব্যক্তিগণ।

সম্মাননা হিসেবে ব্রাদার গিউমকে অ্যাওয়ার্ডসহ নেদারল্যান্ড রাজার ব্যাজ পরানো হয় এবং স্মারকচিহ্ন  প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষজলপানের ব্যবস্থা করা হয়।

 

।। থকবিরিম বার্তা



আরো নিউজ…



নার্স হতে হলে ডেডিকেটেড মনোভাব আর পরিশ্রমী হতে হবে ।। মৌরী চিসিম

সাংসারেক গারো নাচ ।। আজেমা রওয়া বা আজেমা নাচ ।। তর্পণ ঘাগ্রা

https://www.facebook.com/thokbirim/videos/782974379102661

লেখক ও মানবাধিকারকর্মী সঞ্জীব দ্রং

ব্রাদার গিউমের বাংলাদেশে বসবাসের সময় ৪০ বছর পূর্ণ হলো এই বছর। দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্রাদার বাংলাদেশের মানুষজনদের জন্য কাজ করে যাচ্ছেন। সেই কাজের স্বীকৃতিস্বরূপ এই প্রথম বাংলাদেশে অবস্থানরত নেদারল্যান্ডবাসী ব্রাদার গিউম নেদারল্যান্ড রাজার বিশেষ সম্মাননা পুরস্কার অ্যাওয়া্র্ড অব দ্যা কিং’ পেলেন। সেই সম্মাননা প্রাপ্তি নিয়ে কথা বলছেন বিশিষ্ট লেখক ও মানবাধিকারকর্মী সঞ্জীব দ্রং

Gepostet von Thokbirimnews.com am Freitag, 9. Oktober 2020




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost