Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গারো ভাষা ও সাহিত্যের স্বরোপ-২ ।। বাঁধন আরেং

প্রকাশিত : অক্টোবর ০৬, ২০২০, ০৯:৫৭

গারো ভাষা ও সাহিত্যের স্বরোপ-২ ।। বাঁধন আরেং

প্রশ্নোত্তর:

সাধারণত Mai, Batchina, baona শব্দগুলো প্রশ্নোবোধক শব্দ হিসাবে কোনো কিছু প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কোথাও যাওয়া বা আসা সম্পর্কীত প্রশ্ন হলে Batchina বা baona শব্দ কর্তার পরে এবং সবশেষে ক্রিয়া পদ বা প্রয়োজনীয় শব্দ বসিয়ে প্রশ্ন করতে হয় (কর্তা + Batchina ev baona +ক্রিয়া পদ বা প্রয়োজনীয় শব্দ)। এছাড়া অন্য যেকোনো প্রশ্ন করার জন্য কর্তার পরে প্রশ্নোবোধক শব্দ Mai ও সবশেষে ক্রিয়া পদ বা প্রয়োজনীয় শব্দ বসিয়ে প্রশ্ন করতে হয় (কর্তা + Mai + ক্রিয়া বা প্রয়োজনীয় শব্দ)। যেমন,

প্রশ্ন: Do·ka mai daka? (কাক কী করে?)

উত্তর: Do·ka ka ka dake mikoa. (কাক কা কা করে ডাকে।)

হ্যাঁ সূচক ও না সূচক শব্দ:

সাধারণত বিশেষণ পদের সাথে Ja শব্দ যোগ করে নাবোধন শব্দ গঠন করা হয়ে থাকে বা নাবোধক শব্দ বোঝানো হয়। এক্ষেত্রে বানানের পরিবর্তন হয়ে থাকে যেমন,

হ্যাঁ সূচক শব্দ: Nama (ভালো), Man·a (পারি), Dal·a (বড়), Chona ( ছোট), Nitoa (সুন্দর),

না সূচক শব্দ: Namja (ভালোনা), Man·ja (পারি না), Dal·ja (বড় না), Chonja (ছোট না), Nitoja (সুন্দর না).

Gender (লিঙ্গ):

মানুষের ক্ষেত্রে:

স্ত্রীবাচক: Me·chik (নারী, মহিলা), Me·chikma (বিবাহিতা বয়স্কা মহিলাদের বুঝায়), Me·tra (অবিবাহিতা কুমারী), Me·chik bi·sa (মেয়ে সন্তান)| Me· শব্দ দিয়ে নারী বা (মেয়ে মানুষ বুঝানো হয় )  Chik-এর সাধারন অর্থ কামড়, দৃঢ়, শক্ত কঠোর, নিবিড় (Me·+chik)| Me·chikma  (Me· +chik+ma), এখানে গধ শব্দ দিয়ে বিবাহিতা বয়স্কা নারীকে বুঝানো হয়েছে। Me·tra, (Me·+tra) এখানে Tra শব্দ দিয়ে কুমারিত্বকে বুঝানো হয়েছে। Me·chik bi·sa, (Me·chik+bi·sa) এখানে Me·chik অর্থ মেয়ে এবং Bisa অর্থ সন্তান।

পুরুষবাচক: Me·asa (পুরুষ মানুষ), Me·apa (বিবাহিত বয়স্ক পুরুষ), Me·a bi·sa (ছেলে সন্তান), Pante (যুবক অবিবাহিত পুরুষ, কুমার), Pa (বাবা, পিতা)। এখানে Me·a শব্দ দিয়ে মানুষ এবং sa শব্দ দিয়ে পুরুষ বুঝানো হয়েছে, Me·a শব্দের সাথে sa যোগ করে পুরুষ মানুষকে বুঝানো হয়েছে (Me·a+sa।  (Me·a+pa) এখানে Me·a শব্দের পরে pa যোগ করে পুরুষ মানুষের বিশেষ অবস্থা বা পর্যায়কে বুঝানো হয়েছে। pa অর্থ বাবা বা পিতা। (Me·a+bi·sa) এখানে Me·a পুরুষবাচক শব্দের পরে bi·sa (সন্তান) যোগ করে ছেলে সন্তান বুঝানো হয়েছে। Pante অর্থ যুবক বা কুমার, এর আগে বা পরে পুরুষবাচক গবক্সধ শব্দ ব্যবহৃত হয়নি। বিশেষ কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ কোনো পুরুষের নামের আগে চধ শব্দ ব্যবহার করে বিশেষ মর্যাদা বা সম্মান দেখানো হয়ে থাকে। যেমন, Pa P.A. Sangma, Pa Promode Mankin.

চলবে…

গারো ভাষা ও সাহিত্যের স্বরোপ-১ ।। বাঁধন আরেং

মানবতা মরেনি ।। জর্জ রুরাম

বাংলা একাডেমি নানা অনুষ্ঠানে  আদিবাসী লেখকদেরকে সুযোগ দেয়া উচিত । । বাঁধন আরেং

https://www.facebook.com/thokbirim/videos/1163701897348748

সামাজিক বনায়নের নামে আদিবাসীদের নিজ বাসভূমি থেকে উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে দ্বিতীয় দিনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

Gepostet von Thokbirimnews.com am Mittwoch, 16. September 2020

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost