Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ছোট্ট সামাপ্রু মারমা বাঁচতে চায় চিকিৎসায় সহযোগিতায় এগিয়ে আসুন

প্রকাশিত : অক্টোবর ০৫, ২০২০, ১৫:১৪

ছোট্ট সামাপ্রু মারমা বাঁচতে চায় চিকিৎসায় সহযোগিতায় এগিয়ে আসুন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়ের ৪ নং ওয়ার্ড সাইপ্রু কারবাড়ি পাড়ার বাসিন্দা দরিদ্র অংক্যশু মারমা(৪০) এর মেয়ে সামাপ্রু মারমা(১০)। মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুখ প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

দীর্ঘদিন ধরে অসুস্থতা দেখা দিলে গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর হাসপাতালে ডাক্তারি নানা পরীক্ষা নিরিক্ষা করা হয়। পরে ০৪ অক্টোবর সদর হাসপাতালে কর্মরত ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা সাইপ্রু কারবাড়ি পাড়ার মহিলা সংগঠনের নেত্রী নেউক্রা মারমার কাছে বলেন, রোগীর লিভারের সমস্যা দেখা দিয়েছে। অসচ্ছল এ অবস্থায় দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না।

বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকলেও হঠাৎ করে অধিকতর অসুস্থ হয়ে যায়। নেউক্রা মারমা সাংবাদিকদের বলেন, ডাক্তার তাকে বলেছেন এর আগেও তিনি এধরনের রোগী সুস্থ করে তোলেন। তাই ডাক্তার বলেন যদি এখানে সুস্থতার দিকে অগ্রগতি না হয়। তাহলে চট্টগ্রাম মেডিকেলে রেফার করতে হবে।

নেউক্রা মারমা বলেন রোগীর পরিবার আর্থিকভাবে খুবই অসচ্ছল পরিবার ১ দিন কাজ না করলে ঘরে খাবার ব্যবস্থা থাকে না। এই অবস্থায় অসহায় গরিব পরিবার কীভাবে সামাপ্রু মারমার চিকিৎসা করাবে এ নিয়ে চিন্তিত, তাই সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানান।

যোগাযোগ : 01885035386

 

।। খাগড়াছড়ি প্রতিনিধি




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost