Thokbirim | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২২ শে অক্টোবর ২০২০ থেকে  শুরু হচ্ছে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎসব

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২০, ২১:২০

২২ শে অক্টোবর ২০২০ থেকে  শুরু হচ্ছে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎসব

আগামী ২২ শে অক্টোবর ২০২০ থেকে  শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা। করোনার মহামারিতেও সকল স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন শারদীয় দুর্গাপুজা পালন করা হবে।

আগামী ২২ শে অক্টোবর (২০২০)শ্রী শ্রী বেলষষ্ঠী, ২৩ শে অক্টোবর মহাসপ্তমী , ২৪ শে অক্টোবর মহাঅস্টমী, ২৫ শে অক্টোবর মহা নবমী এবং ২৬ শে অক্টোবর বিজয়াদশমী।

করোনার মহামারি সময়েও সকল নিয়মনীতি মেনে সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব অনুস্থিত হতে যাচ্ছে। এ বছর দেবীর কাছে প্রার্থনা যেন ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তি পায় সারা পৃথিবীর মানুষ । অভাব অনটন যেন দূর হয়ে যায়। দেবী মা দুর্গার নিকট এই প্রার্থনা এই মিনতি সকলের।

বাংলাদেশের বিভিন্ন এলঅকায় বসবাসরত হাজং জাতিসত্তার নিজস্ব বিভিন্ন মন্দিরে হতে যাচ্ছে দু্র্গাপুজা। তার মধ্যে সিলেট বিভাগের বিশম্ভরপুর উপজেলায় কাইটকোনা হাজং মন্দির, তাহিরপুর উপজেলায় রাজাই হাজং মন্দির, ধরমপাশা উপজেলায় ঘিলাগরা হাজং মন্দির, দুর্গাপুর উপজেলায় অস্টগ্রাম হাজং মন্দির, গোপালপুর, লক্ষীপুর, কলমাকান্দা উপজেলায় লেংগুরা, গোবিন্দপুর, রানীগাও, চেংনী, ধৌবাউড়ায় উপজেলায়, জাংগালিয়া পাড়া, ভালুকাপাড়া লাংগলজোড়া, ডেফুলিয়া পাড়া, নালিতাবাড়িতে বেলতৈল হাজং মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা পালিত হবে।

কভার ছবি : কাইটকোনা হাজং মন্দিরের ছবি

।। অন্তর হাজং, দুর্গাপুর




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost