Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাটিরাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে থৈলা পাড়া একাদশের উপর হামলা, আহত ৭

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২০, ০৯:১৯

মাটিরাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে থৈলা পাড়া একাদশের উপর হামলা, আহত ৭

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলী আকবরের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী থৈলা পাড়া একাদশে সবাই পাহাড়ি। থৈলা পাড়া ফুটবল টিমের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা যায়। এর মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, আওয়ামী লীগ নেতা ও ৩নং বড়নাল ইউপি চেয়ারম্যান আলি আকবর ও কয়েকজন আওয়ামী লীগ নেতার উদ্যোগে বড়নাল ইউনিয়নের ডাকবাংলা মুক্তিযুদ্ধ উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল টুনার্মেন্ট কাপ ছাড়া হয়। সেখানে বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের টিমের পাশাপাশি পাহাড়ি ছাত্র-যুবকরা টিম গঠন করে ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন। শনিবার বিকেল ৫:৩০ টার সময় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পাহাড়ি ছাত্র-যুবকদের টিম থৈলাপাড়া একাদশ বনাম ডাকবাংলা একাদশ (বাঙালি)। খেলায় পাহাড়ি ছাত্র-যুবকদের টিম থৈলাপাড়া একাদশ বিজয়ী হয়। কিন্তু আওয়ামী লীগ নেতারা তা মেনে নিতে না পেরে ক্ষমতা প্রয়োগ করে বিজয়ী থৈলাপাড়া একাদশ টিমকে নানা হেনস্থা ও অবমাননা করতে থাকলে খেলোয়াড়রা তার প্রতিবাদ করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান আলি আকবরের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সেটলাররা বিজয়ী হওয়া থৈলাপাড়া একাদশ টিমের সদস্যদর ওপর হামলা চালায় ও লাঠিসোটা নিয়ে নির্বিচারে মারধর করে। চেয়ারম্যান আলি আকবর নিজে হাতে লাঠি নিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় থৈলাপাড়া একাদশ টিমের অন্তত ৭-৮ জন আহত হন। এর মধ্যে মধ্যে গুরুতর আহত ৩ জন হলেন- ১. উপেন মারমা, পিতা-বাবু মারমা। তিনি বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ২. রিম্রাচাই মারমা, পিতা-নিথৈই মারমা ও ৩.মংশিউ মারমা বাকী আহতদের নাম ও ঘটনার বিস্তারিত আর জানা যায়নি।

।। আদিত্য ত্রিপুরা, খাগড়াছড়ি




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost