Thokbirim | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তাগাছার সাতারিয়া মিশন স্কুল মাঠে ২০০টি গারো পরিবারকে ত্রাণ বিতরণ

প্রকাশিত : অক্টোবর ০২, ২০২০, ১৮:৪১

মুক্তাগাছার সাতারিয়া মিশন স্কুল মাঠে ২০০টি গারো পরিবারকে ত্রাণ বিতরণ

শুক্রবার (২ সেপ্টেম্বার ২০২০) ময়মনসিংহ জেলাধীন মুক্তাগাছা উপজেলার দোল্লা ইউনিয়নের পরিষদ মাঠ ও ঘোগা ইউনিয়নের সাতারিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০টি গারো আদিবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ও মানবাধিকার বিষয়ক কর্মসূচি, ইউএনডিপি এর অর্থায়নে  এ ত্রান দেয়া হয়।

এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) মুক্তাগাছা জনাব মাসুদ রানা, মানবাধিকার বিষয়ক কর্মসূচি- ইউএনডিপি এর প্রতিনিধি টনি ম্যাথিউ চিরান, ১নং দোল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হোসেন আলী, ইউপি সদস্য (সংরক্ষিত) মিসেস কমলা ম্রং, ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, যুবনেতা ডিউক রুগা। করোনাকালীন দুঃসময়ে সারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, দলিত জনগোষ্ঠীর মানুষের জন্য এই ত্রাণ সহযোগিতা বিতরণ করছে জাতীয় মানবাধিকার কমিশন ও মানবাধিকার বিষয়ক কর্মসূচি, ইউএনডিপি।

 

।। থকবিরিম প্রতিনিধি, মধুপুর




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost