Thokbirim | logo

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযুক্ত ফাদারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত : অক্টোবর ০১, ২০২০, ১৬:১০

আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযুক্ত ফাদারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীর তানোরের মুন্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে ৩ দিন আটকে রেখে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ । আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২০) সকাল ১১.০০টায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো, দিলিপ পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, গোদাগাড়ী  উপুজেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ^বিদ্যালয় ফোকলোর ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহাজাহান আলি বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ^বিদ্যালয় কমিটির আহবায়ক রিদম শাহরিয়ার, ছাত্র নেতা তামিম সিরাজী।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ অক্টোবর থেকে ২৮ তারিখ পর্যন্ত ৩ দিন আটকে রেখে মুন্ডুমালা গির্জায় আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শান্তির দাবি জানাই। একই সাথে মুন্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমেল মার্ডিকে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান। কারণ কামেল মার্ডির প্রত্যক্ষ সহযোগীয় ধর্ষণকারী ফাদার প্রদীপ গ্রেগরী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। তিনি হাস্যকর সালিশ করে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। বক্তারা ভুক্তভোগী আদিবাসী কিশোরী এবং তার পরিবারের নিরাপত্তারও দাবি জানান।

 

।। থকবিরিম  বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost