Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যান্ডদল

প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২০, ২৩:০৫

খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যান্ডদল

খাগড়াছড়িতে এক আধিবাসীর বাড়িতে বহিরাগত সেটেলার বাঙালি কর্তৃক ডাকাতি করার সময় বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণসহ দেশব্যাপী নারী নির্যাতন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে শিল্পী সমাজ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২০), সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন খাগড়াছড়ির মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন ও গ্রিন ব্যান্ড কমিউনিটি।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি মিউজিক্যাল ব্যান্ড ও গ্রিনহিল ব্যান্ড সংগঠনের সভাপতি দগ্য মারমা, উপদেষ্টা শাহীন, সহ সভাপতি রাসেল ও সদস্য নুর হোসেন।

মানব বন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ব্যাপকভাবে নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণের মত নিন্দনীয় ঘটনা যে বৃদ্ধি পেয়েছে তার দ্রুত বন্ধের আহ্বান জানান। এছাড়া নারী ধর্ষণের জড়িত আসামিদের আইনি সহায়তা না দেওয়ার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানান।

বক্তারা বলেন, প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করেন তাহলে আসামিদের আটক করতে বেশি সময় লাগে না বলে মন্তব্য করেন। তাই বাকি দুই আসামিকেও দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য : গত বুধবার ২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার বলপিয়্যে আদাম এলাকায় বিন্দু লাল চাকমার বাড়িতে বহিরাগত সেটেলার বাঙালি সন্ত্রাসী দুর্ধর্ষ ডাকাতির করে। ৯ সদস্যের ডাকাত দলের সদস্যরা ঘরের নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল লুট করার পাশাপাশি একটি কক্ষে নিয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৬) অস্ত্র তাক করে বেঁধে রেখে গণধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা মা ২৪ সেপ্টেম্বর বিকালে ৯ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ঘটনায় পৃথক দুটি মামলা করেন। পুলিশ মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের চিহিৃত করে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ আসামিকে গ্রেফতার ও ডাকাতির মালামালসহ ডাকাতির সময় ব্যবহৃত সিএনজি অটো রিক্সাটি উদ্বার করেছে, বাকি ২ আসামি পলাতক ।

 

।। আদিত্য ত্রিপুরা , খাগড়াছড়ি




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost