Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তিনশত (৩০০) গারো, কোচ ও বর্মণ আদিবাসী পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২০, ২০:৩৪

তিনশত (৩০০) গারো, কোচ ও বর্মণ আদিবাসী পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ও মানবাধিকার বিষয়ক কর্মসূচি, ইউএনডিপি এর অর্থায়নে আজ ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলার দরগাচালা মিশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ ৩০০ গারো, কোচ ও বর্মন আদিবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতিসংঘ মানবাধিকার কর্মসূচির যুব প্রতিনিধি টনি ম্যাথিউ চিরান, ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এর প্রতিনিধি রিপন চন্দ্র বানাই, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) ফুলবাড়িয়া উপজেলা শাখার চেয়ারম্যান লুইস জেংচাম, কোচ-বর্মন আদিবাসীদের প্রতিনিধি জয়দেব চন্দ্র বর্মন সহ অনেকেই।

করোনাকালীন দুঃসময়ে সারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী, দলিত জনগোষ্ঠীর মানুষের জন্য এই ত্রাণ সহযোগিতা বিতরণ করছে জাতীয় মানবাধিকার কমিশন ও মানবাধিকার বিষয়ক কর্মসূচি, ইউএনডিপি।

।। থকবিরিম প্রতিনিধি, মধুপুর




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost