Thokbirim | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও কথা রাখতে পরলো না ।। থিওফিল নকরেক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২০, ১০:১৮

আবারও কথা রাখতে পরলো না ।। থিওফিল নকরেক

আবারও কথা রাখতে পরলো না

(মধুপুরের উদ্বাস্তুপ্রায় আদিবাসীদের শ্রদ্ধায়)

আবিমা কাঁদে সাতশত বছরের বেদনায়
কড়াল গ্রাসে কোনঠাসা জীবন অবমাননায়
ভিটে মাটি আঁকড়ে কতো থাকবে তারা
প্রতিহত করার অস্ত্র ফুরিয়ে আজ সর্বহারা।

বাসন্তী রেমা

জংগল বাহিনী মামলা করে
নাভিশ্বাস করেছে তাদের
কোনো কোনো অভিনব কৌশলে
উলঙ্গ করে পেদিয়ে করবো তাড়া
তারা বলেছে, ‘তোর জমি সব আমাদের”
এও বলেছে ‘ভিটেছাড়া করবো তোমাদের।’

বৃক্ষনিধন

কেটেফেলা কলার বাগান

‘ইকো পার্ক, সামাজিক বনায়ন প্রকল্প হবে এখানে
সবকিছু হবে ইচ্ছে মতো বাধা দিবে না সেখানে
সিএস, আরএস ও আরওআর কেবল কাগজ মাত্র
উড়িয়ে দেবো সবার বাড়িঘর নিমেষেই যত্রতত্র।

বৃক্ষরোপনের খুঁটি

উনিশশত সাতাশ সনের বন আইনের কালো থাবা
নিরক্ষর বনবাসীদের বারবার করেছে হাবাগোবা
অধ্যাদেশ, সামরিক আইন, বন আইন মানতে হবে দুঃশাসন
বনবাসীদের জীবন যায় বনবিভাগ করে তাদের পাকা আসন।

কবি পরিচিতি : থিওফিল নকরেক কবি ও লেখক।

‘ আবারও কথা রাখতে পরলো না’ কবিতাটি   ‘আমি উদ্বাস্তু হতে চাই না ’  নামে ২০২০ সালে থকবিরিম প্রকাশনী থেকে প্রকাশিত কবিতার বই থেকে নেয়া হয়েছে।

একতায় বল কিংবা দশের লাঠি একের বোঝা।। জর্জ রুরাম

https://www.facebook.com/100101444697668/videos/2753730364907910

দোখলা রেঞ্জ অফিসারকে প্রত্যাহার, ক্ষতিসাধনকারীদের শাস্তিসহ ক্ষতিগ্রস্থ বাসন্তী রেমা'কে যথাযথ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কমসূচি পালন করছে.. বিক্ষুব্ধ আদিবাসী ও বাঙালি জনতা.. ..স্থান-দোখলা রেঞ্জ অফিস।

Gepostet von Thokbirimnews.com am Dienstag, 15. September 2020




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost