Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সীমিত আকারে কম সংখ্যক খ্রিষ্টভক্তের উপস্থিতিতে তীর্থোৎসব পালন করা হবে

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২০, ১৬:৫৬

সীমিত আকারে কম সংখ্যক খ্রিষ্টভক্তের উপস্থিতিতে তীর্থোৎসব পালন করা হবে

সারা দেশের হাজার হাজার খ্রিষ্টভক্তদের অংশগ্রহণে প্রতিবছর পালিত হয়ে আসছে ‘ফাতেমা রানী মা মারিয়ার তীর্থোৎসব’। এই তীর্থ পালিত হয় শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বারমারী গ্রামের ‘সাধু লিওর ধর্মপল্লি’তে। কিন্তু ২০২০ সালের তীর্থোৎসব পালন হবে কি হবে না’র ঘোর এখনও কাটেনি। এখনও মেলেনি প্রশাসনের অনুমতি।

তবে তীর্থো ৎসব পালন কমিটির কার্যকরী  পরিষদের বিশেষ মিটিং-এ সিদ্ধান্ত হয়েছে যে,  এ বছর ২০২০ সালের তীর্থ উৎসব খুবই সীমিত আকারে কম সংখ্যক খ্রিষ্টভক্তের উপস্থিতিতে পালন করা হবে। আজ শ্রক্রবার (১৮ সেপ্টেম্বর২০২০) সকাল  সকাল ১০.৩০ মিনিটে তীর্থোৎসব উদযাপন কমিটির কার্যকরী পরিষদের বিশেষ মিটিং-এ সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রাণকেন্দ্র বিশপ হাউজ-এ মিটিং অনুষ্ঠিত হয়।

জানা গেছে, তীর্থ যদি হয়ও খুবই সীমিত সংখ্যক লোকজন নিয়ে পালন করা হবে। বিভিন্ন ধর্মপল্লির প্যারিস কাউন্সিলের মুষ্টিমেয় ১০জন থেকে ১২জন থাকবেন। তবে সবার জন্য প্রার্থনা করা হবে। আর কোনো খ্রিষ্টভক্তের যদি কোনো মানত থাকে তাহলে বিভিন্ন ধর্মপল্লির ফাদারদের মাধ্যমে সেই মানত দিতে পারবেন।

 

রেভা. ফাদার শিমন হাচ্চা বলেন, এ বছর অল্পসংখ্যাক মানুষ নিয়ে সীমিত আকারে তীর্থোৎসব পালন করা হবে। যেমন ধরো বারমারি মিশনের যা কয়জন আসে, আর কমিটির মানুষ যে কজন আসবে আর ফাদার সিস্টাররা থাকবেন। আমরা বাইরে থেকে, বিভিন্ন ধর্মপল্লি থেকে খ্রিষ্টভক্তদের আসা নিরুৎসাহিত করছি করোনা ভাইরাসের কারণে। আর সীমিত আকারে সরকারি যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে পালন করা হবে।

তিনি আরো জানান, প্রশাসন থেকে আবেদন জানাতে বলেছেন। তবে পাবো কি পাবো না এখনও নিশ্চিত না। তবে নিরাপত্তা কমিটি তারা দরখাস্ত দেবে। গত পরশু ফাদার ফিদালিশ জেলা প্রশাসকের কাছে গিয়েছিলেন। ফাদার বলেছেন, করোনার কারণে সরকার তো নিরুৎসাহিত করছে।যাতে করে লোক সমাগন না হয়। ডিসি সাহেব বলেছেন যে, আপনারা দরখাস্ত করতে পারেন, আমরা দরখাস্ত মন্ত্রনালয় পাঠাবো তারপর কী জবাব আসে তার উপর নির্ভর করবে।

তীর্থ বিষয়ক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধর্মগুরু প্রদেমপাল  বিশপ পনেন পল কুবি, ফাদর রবার্ট মানখিন, ফাদার শিমন হাচ্চা, ফাদার মনিন্দ্র চিরান, ফাদার ফিদালিশ নেংমিনজা, ফাদার বাইওলেন চাম্বুগং, ফাদার বিপিন, ফাদার সমীর, ফাদার অশেষ, সাবেক TWA চেয়ারম্যান আলপন্স চিরান, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, এনজিও কর্মী কার্তিরোজ চিরান প্রমুখ।

।। থকবিরিম বার্তা

ছবি কার্তিরোজ চিরান

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost