Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

অরণ্য কুটির ।। প্রাঞ্জল এম. সাংমার গুচ্ছকবিতা

প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২০, ১৮:২০

অরণ্য কুটির ।। প্রাঞ্জল এম. সাংমার গুচ্ছকবিতা

অরণ্য কুটির

স্বর্গের কাছে অরণ্য কুটির

অরণ্যেই আমার আদি পিতার ঘর

আমি

এ অরণ্যেই রবো

চাইলে তুমিও আসতে পারো

বাঁচতে পারো আমার সাথে।

 

লালন করে বাঁচি মৃত্তিকার গন্ধ

একদিন অন্ধকার অরণ্যে

আমায় আদর করে কেউ

আর যেদিন জন্ম হলো …

আমি মায়ের কোলে

পরম মমতায় উষ্ণ চাদরে

আমার হৃদয় নেচে উঠেছিলো।

 

তারপর থেকে মা আমায় বলতে শিখায়

হাঁটতে চলতে বসতে শিখায় একটি ভাষায়

মায়ের একটি ভাষা আছে

সব শিশুরই মা আছে- সব মায়েরই ভাষা আছে।

 

একদিন বড় হব ভেবে বেড়ে উঠতে গিয়ে দেখি

অরণ্য জনপদ

একদা এ পাহাড়-অরণ্যে ছিল আদিপুরুষের ঘর

এখান থেকেই জন্ম হয়েছে আলো আর অন্ধকারের

বস্তুত বুনো অরণ্য থেকেই জন্ম হয়েছে দুনিয়ার তামাম সভ্যতা

অরণ্যই সভ্যতার সূতিকাগার

আদি অরণ্য থেকেই দীক্ষা গ্রহণ করেছে সবাই।

 

আমাকে ক্ষুদ্র জাত উপজাত অনুজাত যে নামেই ডাকো

মানুষ বলে আমার একটি পৃথক অহংকার আছে

সভ্যতার শেকড় আছে জাতের অক্ষুণ্নতা আছে।

 

বস্তুত

আমার একজন মা আছে

মায়ের একটি ভাষা আছে

উৎসের শেকড় আছে

আমি-ই থাকি শেকড়ের কাছে

আমি-ই লালন করে বাঁচি আদি অন্ত মৃত্তিকার গন্ধ।

১৩ মার্চ ২০১১ খ্রি.

রয়েল হোটেল, বান্দরবন।

 

বিরহ সময়

তা-না হয় জানা নাই-বা হলো

আমি বাতাসকে বলে দিব

ব্যাকুলতার কথা

স্বপ্নের কাছাকাছি থেকে

নিঃস্বপ্ন নীরবতার ভাষা আমি জানি না…

আগুনের শিখা দেখি বলে

তার ভাষা বুঝেছে কি কেউ ?

শূন্যতার কোনো রং নেই

ভাষা নেই

অবয়ব নেই

তুমি নীরবতার মাঠ প্রান্তরে

কিসের আবাদ করো ?

 

২০ আগস্ট/০৭

শ্রীবর্দী।

 

ডাক ফাইল

ভুলে থাকার ছল করে ভালো থাকি

ভালো থাকে স্বপ্নমাখা দিন

আশাবাদী বুক

সূর্য সকাল।

 

আয়নায় দাঁড়িয়ে দেখি

আমার মঙ্গোলীয় নৃ-জাতির প্রতিবিম্ব

অহংকারে বেড়ে উঠা চল্লিশ বসন্ত

তোমার মতো করেই

গোলাপ ফোটা আঙুলে লিখে

প্রেম বিরহের কাব্য।

 

দেবালয়ে সবার মঙ্গল মালা গাঁথি

আমার নৃ-জাতির দেবতা

আদিকাল হতে আলো-বাতাস ও অন্ন দিয়েছেন

আদি পুরুষকে

তোমাকে

আমাকে

তবে

সভ্যতার ডাক ফাইলে তুমি

উপজাতের সনদ দিলে কেন?

 

২৫ জুলাই/২০১৫ খ্রি.

অরণ্য কুটির।

কবি ও জন প্রতিনিধি প্রাঞ্জল এম. সাংমা

কবি  প্রাঞ্জল এম. সাংমা

 

আরো লেখা…

১৯৬৪ সালের রায়ত ।। আদিবাসী হত্যার জীবন্ত সাক্ষী হয়ে বেঁচে আছেন এখনও ।। সরোজ ম্রং

https://www.facebook.com/IndependentTVNews/videos/1211504035676807

আদিবাসী সাহিত্য নিয়ে বইমেলায় 'থকবিরিম'

একুশে বইমেলায় আদিবাসীদের সাহিত্য চর্চা নিয়ে হাজির হয়েছে #থকবিরিম প্রকাশনী। দেশসেরা প্রকাশনীগুলোর পাশাপাশি সমানতালে এগিয়ে এটি। এক নজরে দেখে নিন……….

Gepostet von independent24.tv am Freitag, 22. Februar 2019




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost