Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আসছে নারী ফুটবলার মারিয়া মান্দার আত্মজীবনী মূলক গ্রন্থ 

প্রকাশিত : সেপ্টেম্বর ০৭, ২০২০, ২২:৩৪

আসছে নারী ফুটবলার মারিয়া মান্দার আত্মজীবনী মূলক গ্রন্থ 

বাঙালির প্রাণের লেখা ফুটবল। জাম্বুরা কিংবা খড় দিয়ে বানানো ফুটবল খেলতে দেখা যাবে না এমন গ্রাম বোধহয় বাংলাদেশে নেই। বরং বাংলার প্রতিটি গ্রাম-গঞ্জে এর উল্টো চিত্র দেখা যায়। সেই বাঙালির প্রাণের খেলা ফুটবল যার রক্তে মিশে আছে সে আর কেউ নন আমাদের সবার পরিচিত নাম প্রিয় ফুটবলার মারিয়া মান্দা!

মারিয়া মান্দার নাম কে না শুনেছে কিংবা কে না জানে? রেডিও টিভির পর্দায় যে নাম বারবার বলতে বাধ্য হন ধারাভাষ্যকার সেই নাম হচ্ছে মারিয়া মান্দা। ফুটবলার মারিয়া মান্দা শুধু গারো সম্প্রদায়ের নয় পুরো দেশের গর্ব, বাঙালির গর্ব। সেই মারিয়া মান্দার আত্মজীবনী নিয়ে একটি বই আসছে আগামী ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলায়। জানা গেছে বইটি প্রকাশ করছেন থকবিরিম প্রকাশনী।

বইটির লেখক ধীরেশ চিরান বলেন,  বইটির কাজ সব শেষ এখন শুধু প্রকাশের কাজ বাকি। বইয়ে মারিয়া মান্দার বেড়ে ওঠা, পড়াশুনা, খেলাধুলা, ফুটবলার হয়ে ওঠার কাহিনি বিস্তরভাবে লেখা হয়েছে।

লেখক বইটি লেখার জন্য প্রায় দুই বছর সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে লেখক বেশ কয়েকবার মারিয়া মান্দার গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। আর সর্বসময় মুঠো ফোনে আলাপ আলোচনা হয়েছে বলে লেখক জানিয়েছেন।

লেখক আরো জানান, সব ঠিক থাকলে ডিসেম্বর কি জানুয়ারির শুরুতেই বইটি পাওয়া যাবে। করোনার কারণে একটু দেরি হচ্ছে। লেখকের দিক থেকে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে।

ইতোমধ্যে ফেসবুকে মারিয়া মান্দাকে নিয়ে প্রকাশিত গ্রন্থের প্রচ্ছদ সবার ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। যে বিষয়টা সত্যিই ইতিবাচক দিক!

।। ডি. আর . মারাক, ময়মনসিংহ সদর।

গারো নারী ফুটবলার মারিয়া মান্দার কথা ।। ধীরেশ চিরান

‘গিত্তাল মি আচ্ছিয়া’ ডকুমেন্টারি ফিল্মের প্রথম প্রদর্শনী ৮ সেপ্টেম্বর লন্ড

https://www.facebook.com/IndependentTVNews/videos/1211504035676807

 

আদিবাসী সাহিত্য নিয়ে বইমেলায় 'থকবিরিম'

একুশে বইমেলায় আদিবাসীদের সাহিত্য চর্চা নিয়ে হাজির হয়েছে #থকবিরিম প্রকাশনী। দেশসেরা প্রকাশনীগুলোর পাশাপাশি সমানতালে এগিয়ে এটি। এক নজরে দেখে নিন……….

Gepostet von independent24.tv am Freitag, 22. Februar 2019




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost