Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

‘গিত্তাল মি আচ্ছিয়া’ ডকুমেন্টারি ফিল্মের প্রথম প্রদর্শনী ৮ সেপ্টেম্বর লন্ডন

প্রকাশিত : সেপ্টেম্বর ০৭, ২০২০, ২০:৪৬

‘গিত্তাল মি আচ্ছিয়া’ ডকুমেন্টারি ফিল্মের প্রথম প্রদর্শনী ৮ সেপ্টেম্বর লন্ডন

মধুপুর গড়াঞ্চলের মান্দি জনগোষ্ঠীদের নিয়ে বিশেষ করে আদি সাংসারেক ধর্মাবলম্বীদের নিয়ে কী করা হয়নি? গান কবিতা গল্প-ফিচার কিংবা গবেষণাগ্রন্থ? এসবের সবই করা হয়ে গেছে কমবেশি কিন্তু ডকুমেন্টারি ফিল্ম? হ্যাঁ এবার সেটাও তৈরি হলো আর ডকুমেন্টারি ফিল্মটি তৈরি করেছেন বর্তমান সময়ের কবি আসমা বীথি। সিনেমার নাম দিয়েছেন ‘গিত্তাল মি আচ্ছিয়া’। প্রথম প্রদর্শনী হবে আগামীকাল ৮ সেপ্টেম্বর লন্ডনের সময় রাত আটটা। প্রদর্শনী হবে লন্ডনের ‘THE TOMMY FLOWERS’ অডিটোরিয়ামে।

‘গিত্তাল মি আচ্ছিয়া’ ডকুমেন্টারি ফিল্ম সম্পর্কে পরিচালকের ভাষ্য হচ্ছে- ‘এই চলচ্চিত্রের প্রধান চরিত্রের নাম জনিক নকরেক, বয়স প্রায় ১১৫। মান্দি জনগোষ্ঠীর জীবন্ত কিংবদন্তি বলা হয় তাঁকে। জন্ম তৎকালীন অবিভক্ত ভারতের ত্রিপুরা রাজ্যে হলেও ছোটবেলা থেকেই বসবাস করেন টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুরের চুনিয়া গ্রামে। জনিক নকরেককে জীবন্ত কিংবদন্তি বলার কারণ আদিধর্ম চর্চাকারীদের মধ্যে যে ক’জন বেঁচে আছেন তিনি তাঁদের একজন। সাংস্কৃতিক অতীত নিয়ে যাদের আগ্রহ আছে তারা তাঁর কাছে আসেন। এই বয়স অব্দি তিনি ধর্মীয় পূজা, নানা আচার এবং সংস্কৃতিকে আঁকড়ে ধরে আছেন সহজাত নিজস্বতায়, নানা প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে। মান্দিদের ধর্মীয় কৃষ্টির সাথে প্রকৃতির যোগাযোগ গভীর। এই জন্যই জনিক নকরেক সহজ কথায় বলে উঠতে পারেন, ‘ধানের জোরে মানুষ, মানুষের জোরেই ধান।’

তিনি আরো বলেন,- ‘এই চলচ্চিত্র একজন জনিক নকরেকের গোটা জীবনকে উপস্থাপিত করা নয়; কিন্তু তাঁর সমগ্র জীবন-অভিজ্ঞতা তথা মান্দি জনগোষ্ঠীর সমৃদ্ধ অতীতকে প্রতিভাত করার চেষ্টা করা হয়েছে। টুকরো-টুকরো কথা থেকে আমরা পাব গভীর জীবনবোধের সন্ধান। ক্ষয়িষ্ণু বর্তমানের সাথে তাঁর উজ্জ্বল দাঁড়িয়ে থাকা আমাদের নতুন জন্মের দিকেই ইঙ্গিত দেয়  যেন।’

গিত্তাল মি আচ্ছিয়া

‘গিত্তাল মি আচ্ছিয়া’ ডকুমেন্টারি ফিল্ম-এর চিত্রগ্রহণ, গবেষণা, পাণ্ডুলিপি ও পরিচালনা করেছেন আসমা বীথি। সম্পাদনা করেছেন পঙ্কজ চৌধুরী রনি। কারিগরি সহযোগিতায়  কেএস ডিজিটাল। আর পরিবেশনায়  চিত্রভাষা।এই ডকুমেন্টারি ফিল্ম-এর ব্যাপ্তীকাল  ৩৬ মিনিট। ‘গিত্তাল মি আচ্ছিয়া’ ডকুমেন্টারি ফিল্মের নির্মাণকাল: ২০১৪-২০২০।

।। থকবিরিম বার্তা

 

আরো খবর..

উশুতে তাম্র পদক বিজয়ী ক্ষুদে মাস্টার যিহুশয় নাফাকের একান্ত আলাপ

গারো সম্প্রদায়ের তরুণ সুরের জাদুকর জাদু রিছিলের আজ জন্মদিন

১৯৬৪ সালের রায়ত ।। শুধু আদিবাসী হত্যা নয় একটি ইতিহাস-সংস্কৃতির বৈচিত্র্যকেও হত্যা করা বটে ।।  সরোজ ম্রং

https://www.facebook.com/watch/?v=1211504035676807

আদিবাসী সাহিত্য নিয়ে বইমেলায় 'থকবিরিম'

একুশে বইমেলায় আদিবাসীদের সাহিত্য চর্চা নিয়ে হাজির হয়েছে #থকবিরিম প্রকাশনী। দেশসেরা প্রকাশনীগুলোর পাশাপাশি সমানতালে এগিয়ে এটি। এক নজরে দেখে নিন……….

Gepostet von independent24.tv am Freitag, 22. Februar 2019




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost