Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

উশুতে তাম্র পদক বিজয়ী ক্ষুদে মাস্টার যিহুশয় নাফাকের একান্ত আলাপ

প্রকাশিত : সেপ্টেম্বর ০৭, ২০২০, ১৩:১৪

উশুতে তাম্র পদক বিজয়ী ক্ষুদে মাস্টার যিহুশয় নাফাকের একান্ত আলাপ

যিহুশয় নাফাক পড়ছে ষষ্ঠ শ্রেণিতে কিন্তু উসু খেলায় বনে গেছে ক্ষুদে মাস্টার! যিহুশয়কে দেখে কে বলবে সে উশু খেলায় পারদশী হয়ে উঠছে দিনকে দিন। অবশ্য যেমন ওস্তাদ তেমন শিষ্য কিংবা বাপকা বেটা কতাটা যিহুশয়ের বেলাতে একদম খাটে বলা যায়। এই বয়সেই সে অর্জন করেছে বাংলাদেশ যুব গেমস-এ তাম্র পদক(২০১৮) এবং চাইনিস উশু ডেমসেসন রানার কাপ হন।ক্ষুদে উসু মাস্টার যিহুশয় নাফাকের গ্রামের বাড়ি হালুয়াঘাট থানার বিড়ই ডাকুনী। বাবা শিমিয়ন বাজী মা সুপর্না নাফাক। ছয় বছর বয়স থেকে উশু শিখছেন। যিহুশয় নাফাকের উশু মাস্টার গারো সম্প্রদায়ের আরেকজন খ্যাতিমান ওস্তাদ ইলিয়াস ম্রং। যিহুশয় নাফাক বর্তমানে সেন্ট জন ইংলিশ মিডিয়াম স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। যিহুশয় নাফাক বাংলাদেশ যুব গেমস-এ তাম্র পদক এবং চাইনিস উশু ডেমসেসন রানার কাপ হন। থকবিরিম পাঠকদের জন্য যিহুশয় নাফাকের সাথে থকবিরিমের আলাপ প্রকাশ করা হলো।

থকবিরিম : বড় হয়ে কী হতে চাও?

যিহুশয় নাফাক : বড় হয়ে আমি উশু প্লেয়ার হতে চাই আর উশু মাস্টার!

থকবিরিম : কেন উশু শিখতে আগ্রহী হলে?

যিহুশয় নাফাক : উশু শিখতে আগ্রহী হওয়ার কারণ হচ্ছে, মনের আনন্দে খেলাটা শিখেছি। আর এই খেলাতে ভাল প্র্যাক্টিস করলে জাতীয় টিমে খেলতে পারব আর যে কোনো সরকারি সার্ভিস টিমে চাকরি পাওয়া যায় তাই উশু শিখতে আগ্রহী।

থকবিরিম : কত বয়স থেকে শিখছো উশু?

যিহুশয় নাফাক : ছয় বছর বয়স থেকে শিখছি।

থকবিরিম : এখন করোনাকালীন অবস্থা কেমন?

যিহুশয় নাফাক : এখন ভাল পর্যায় আছে কিন্তু করুনার কারণে একটু পিছিয়ে আছি প্রেক্টিস করলে টিক হয়ে যাবে।

থকবিরিম : কে উশু শিখতে আগ্রহী করে তোলে?

যিহুশয় নাফাক : ওস্টাদ ইলিয়াস ম্রং ও বাবা উশু শিখতে আগ্রহী করে তোলে,

থকবিরিম : ওস্তাদের নাম কি?

যিহুশয় নাফাক : ওস্টাড এর নাম ইলিয়াস ম্রং

থকবিরিম : মা না বাবা  কে বেশি ভালোবাসে?

যিহুশয় নাফাক : মা বাবা দুই জনই ভালবাসে।

থকবিরিম : তুমি যে উশু খেলো তার জন্য বন্ধুরা কেমন চোখে দেখে?

যিহুশয় নাফাক : বন্ধুরা সবাই ভাল চোখেই দেখে,

থকবিরিম : প্রিয় খাবার কী?

যিহুশয় নাফাক : প্রিয় খাবার গরুর মাংস ছাড়া প্রায় সবই…

থকবিরিম : তুমি উশু খেলে কী কী পুরস্কার পেয়েছে?

যিহুশয় নাফাক : বাংলাদেশ যুব গেমস এ তাম্র পদক, চাইনিস উশু ডেমসেসন রানার কাপ হয়েছি।

থকবিরিম : এই পযন্ত কোন কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো?

যিহুশয় নাফাক : BKSP ক্লাব ডেমসেসন ও আরও বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছি কিন্তু সফল হতে পারে নাই। তবে আগামীর জন্য চেষ্টা করে যাচ্ছি।

থকবিরিম : স্মরণীয় ঘটনা আছে কি? মনে পড়ে কিনা?

যিহুশয় নাফাক : স্মরণীয় ঘটনা হচ্ছে প্র্যাক্টিস করতে গিয়ে ডান হাত ভেঙে গিয়েছিলো কিন্তু তারপরেও খেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

আরো লেখা…

মধুপুরের জলই গ্রামে ‘যিশুর মুখচ্ছবি দর্শন’ তীর্থোৎসব ১০-১১ সেপ্টেম্বর

https://www.facebook.com/messages/t/wushushimion

গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost