Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দিঘলবাগ গ্রামে বিজলী বাতি জ্বলে ওঠার সেই ঐতিহাসিক মুহূর্ত ।। অরন্য ই. চিরান

প্রকাশিত : সেপ্টেম্বর ০৬, ২০২০, ১৯:৫৩

দিঘলবাগ গ্রামে বিজলী বাতি জ্বলে ওঠার সেই ঐতিহাসিক মুহূর্ত ।। অরন্য ই. চিরান

আজ ৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখ ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠলো দিঘলবাগ গ্রামের মানুষের জন্য। ঠিক সন্ধা ছয়টায় প্রতিদিনকার মতো মানুষজন গরু-ছাগল-হাঁস-মুরগি ঘরে তোলার কাজে যখন ব্যস্ত সেই মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চমকানোর মত জ্বলে উঠলো বিজলী বাতি। হাজার বছর অন্ধকারে ডুবে থাকা মুক্তিযুদ্ধের নানান স্মৃতি বিজড়িত সীমান্তবর্তী এ গ্রামে আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠলো । সভ্যতার ক্রমবিকাশে এগিয়ে যাওয়া এ গ্রাম শিক্ষাদীক্ষায় এগিয়ে গেলেও রাস্তাঘাট ও বিদ্যুৎ এর অভাবে মুল স্রোতধারার কাছ থেকে অনেকটা বিছিন্ন ছিল । আদিবাসী গারো অধ্যুষিত এ গ্রামের বাসিন্দা আমার মাসহ অনেক বৃদ্ধ বৃদ্ধারা বলতেন আমাদের জীবদ্দশায় হয়তো আমরা কখনই বিদ্যুৎ আলো দেখে যেতে পারবো না । কিন্তু তাদের সেই আক্ষেপকে উপেক্ষা করে এসে গেল ঐতিহাসিক এ মুহূর্ত। তাই প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। সেই সাথে ধন্যবাদ জানায় স্বর্গীয় সাবেক মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এড. প্রমোদ মানকিনকে, তার ডিও লেটারে ২০১৩ সালে এ গ্রামের বিদ্যুতের মাস্টার প্ল্যান পাশ হয়েছিল । এছাড়াও ধন্যবাদ জানাই বর্তমান মাননীয় এম.পি জনাব জুয়েল আরেংকে যিনি বাস্তবায়নের প্রবক্তা। সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ যারা বিদ্যুত আনতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে জনগণের কাছে এবং দৌড়াদৌড়ি করতে হয়েছে। সুপ্রিয় ব্যক্তিবর্গ এবং বন্ধুবান্ধব দিঘলবাগ গ্রামটি আমার জন্মস্থান এ গ্রামে আমার বেড়ে উঠা। এ গ্রামটি আমি অনেক ভালবাসি। আমার এ গ্রামের উন্নয়নের জন্য আমি সকলের কাছে আর্শীবাদ কামনা করছি।

লেখক পরিচিতি :  অরন্য ই. চিরান গারো সম্প্রদায়ের কবি ও সংগঠক।

আরো লেখা..

হাজং ভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম কবে চালু হবে ।।  সোহেল হাজং

গারো সম্প্রদায়ের তরুণ সুরের জাদুকর জাদু রিছিলের আজ জন্মদিন

https://www.facebook.com/messages/t/aronno.chiran

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost