Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গারো সম্প্রদায়ের প্রচলিত খেলাধূলা ।। পর্ব-৩ ।। মতেন্দ্র মানখিন

প্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০২০, ১৩:০৩

গারো সম্প্রদায়ের প্রচলিত খেলাধূলা ।। পর্ব-৩ ।। মতেন্দ্র মানখিন

৬. গাংগি সি.কা

গাংগি সি.কা মানে কুস্তি লড়াই। গারোরা চৈত্র সংক্রান্তির দিন গ্রামের নির্দিষ্ট মাঠে গিয়ে কুস্তি লড়াই করত। সমান বয়সী বা যে কোনো বয়সের সাথে তারা লড়তে হত। যে একাধিক ব্যক্তিকে পরাজিত করতে পারত তাকে গারো ভাষায় “মাল” বা বীর বলে বলে আখ্যা দেয়া হত। এই কুস্তি খেলায় অনেক দর্শনার্থীর ভিড় হয়।

৭. চিথিম দ.কা

এই খেলা নদীতে বা পুকুরে স্নান করার সময় যুবক যুবতীরা করে থাকে। প্রথমত ২/৩ জন অথবা ৪/৫ জন মিলে গোল হয়ে দাঁড়ায়। পরে নিজ  নিজ দুই হাতের আঙুল জড়িয়ে প্রতি পক্ষদের নিকট পানিতে আঘাত করে অসুবিধার সৃষ্টি করে।  এতে অনেকই অনেকক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে আর অনেকেই পারে না। শেষ পর্যন্ত যে টিকে থাকে এবং সবাইকে পরাজিত করে সেই খেলায় জয়ী হয়। অনেকে মিলে এক সাথে পানিতে আঘাত করলে পানিতে ভীষণ শব্দ হয়। এই খেলাকে গারো ভাষায় চিথিম.দকা বলে।

৮. মাইজিংজিং

এই খেলাটি বেশির ভাগ ছোট ছোট ছেলে-মেয়েরা খেলে থাকে একটা ছড়া জাতীয় খেলা।  বৃষ্টি বাদলের দিনে অনেকগুলো ছেলে-মেয়ে ঘরের দাওয়ায় এক সাথে বসে একজন অন্যজনের হাতে চিমটি দিয়ে ধরে নিকির্ণষ্ট ছড়া এক সাথে সুর করে বলে মাই জিং জিং। মাই জিং জিং মানে জোনাকি পোকা।

৯. দ্রি-মিনজি

দ্রি-মিনজি এক জাতের ছোট আকারের গাছের ফল। গারোরা এই ফল দিয়ে খেলা করে থাকে। এই ফলের নাম অনুসারেই এই খেলার নামকরণ হয়েছে দ্রি-মিনজি। তবে এই ফল ছাড়াও বিকল্প হিসেবে ছোট পাথর, গুটি অথবা অন্যকোনো ফল দিয়েও এই খেলা চলতে পারে। এই খেলার মধ্যেও একজন মা থাকে মায়ের কাছাকাছি ৫/৬ জন অংশগ্রহণকারী বসে থাকে। মা প্রথমে তাদেরকে চোখ বন্ধ করতে বলে। চোখ  বন্ধ করার সাথে সাথে মা ঐ ফল তার ইচ্ছামত যে কোন দিকে গড়িয়ে দেয়। অংশগ্রহণকারীরা নিজেদের জিত রাখার জন্য তাড়াতাড়ি খুঁজে বের করতে চেষ্টা করে। কেউ সেটা পেলে তার সঙ্গে তখন কাড়াকাড়ি শুরু করে। যে আগে সেটা ছিনিয়ে নিয়ে মায়ের কাছে এনে দিতে পারে সেই বিজয়ী হয়।

চলবে…

গারো সম্প্রদায়ের প্রচলিত খেলাধূলা ।। পর্ব-১ ।। মতেন্দ্র মানখিন

https://www.youtube.com/watch?v=4YD5GHH2N3o




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost