Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভালোবাসার জন্য জীবন দিতে চেয়েছিলো ভুবন মৃ

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২০, ২২:৪৪

ভালোবাসার জন্য জীবন দিতে চেয়েছিলো ভুবন মৃ

ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে! এমনকি নিজের অতিপ্রিয় প্রাণটাও দিয়ে দেয়। লাইলী মজনু, শিরি- ফরহাদ, ইউসুফ-জুলেখা, রজকিনী-চণ্ডিদাশ কিংবা হালের দেবদাস! কত কত নাম ভালোবাসার জন্য অমর হয়ে আছে। গারোদের প্রেম কাহিনিতেও অমর হয়ে আছে ওয়ালজান-সেরেজিং। তেমনি ভালোবাসার জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে চেয়েছিলো মধুপুর থানার ধরাটি গ্রামের ভুবন মৃ-নামের এক প্রেমিক।

গত শুক্রবার (২৮-৮-২০২০) বিরিশিরি কালচারাল একাডেমির ভেতরে প্রেমিকার সাথে মানঅভিমান করে বিষ পান করে প্রেমিক। পরে প্রেমিক ভুবনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওয়াস করে বিষ পরিস্কার করা হলে  সুস্থ হয়ে ওঠেন প্রেমিক ভূবন মৃ।

সর্বশেষ খবর মতে, বর্তমানে প্রেমিক ভুবন মৃ সুস্থ আছে বলে জানা গেছে।

 

।। , থকবিরিম, বিশেষ প্রতিনিধি, বিরিশিরি।




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost