Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আদিবাসী হাজং শিক্ষার্থীদের বিসিএস- কি অধরাই থেকে যাবে!

প্রকাশিত : আগস্ট ২৬, ২০২০, ২০:৫৫

আদিবাসী হাজং শিক্ষার্থীদের বিসিএস- কি অধরাই থেকে যাবে!

বিসিএস পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাওয়ার পর ফেইসবুক লগ ইন করলেই  দেখি গারো, চাকমা ও অন্যান্য  আদিবাসীদের নানা পোস্ট! এএসপি, ম্যাজিস্ট্রেটসহ তারা দেশের ভাল ভাল পোস্টগুলোতে স্থান পাচ্ছে প্রতিবারই। এতে করে জাতির জন্যে কাজ করার সুযোগ পাচ্ছে, নিজে যেমন তেমনি নিজ জাতিরও উন্নতি করার সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু হাজং সম্প্রদায়ের মাঝে এরকম কোনো সুখবর পাওয়া যায় না। তখন মনে মনে অনেক কষ্ট পাই, ভাবি আদিবাসী হাজং শিক্ষার্থীদের বিসিএস- কি অধরাই থেকে যাবে?

মনে মনে ভাবি  কেন ভাল মত পড়াশুনা করলাম না। নিজেকে দোষ দিতে থাকি। কিন্তু দোষ শুধু আমার একারই না। আমার অভিভাবকদেরও। আবার অভিভাবকদের দোষ দিয়ে কী লাভ তারা তো শিক্ষিত ছিল না!

তবুও তারা ছেলেমেয়েদের স্কুলে পাঠায় স্বপ্ন দেখে মানুষ হওয়ার । কিন্তু  ছেলেমেয়েরা কতটুকু চেষ্টা করে? কতটুকু স্বপ্ন দেখে  এএসপি , ম্যাজিস্ট্রেট হতে?

হাজং সম্প্রদায়ের জনসমাজ একদিকে আর্থিকভাবে দুর্বল, অন্যদিকে সঠিক গাইড-এর অভাব। ফলে কেউ কেউ মাঝ পথে ঝরে পড়ে, কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোলেও সঠিক গাইড লাইন কিংবা আর্থিক দৈন্যতার দরুণ হয়ে ওঠে না বিসিএস নামক সোনার হরিণটিকে ধরার।

কিন্তু আমরা স্বপ্ন দেখি একদিন বিসিএস নামক সোনার হরিণটি হাজং সম্প্রদায়ের অনেক ছেলেমেয়েই ধরতে পারবে। একদিন ফেইসবুক কিংবা বিভিন্ন নিউজপেপারে দেখব বিসিএস ক্যাডার আমাদের হাজং পরিচিত কোনো মুখ!

।। অন্তর হাজং, দুর্গাপুর থেকে।

কভার ছবি সংগৃহীত

করোনাকালে কেমন আছেন টংক আন্দোলনের জীবন্ত কিংবদন্তি কমরেড কুমুদিনী হাজং

কোভিড-১৯ ও আন্তর্জাতিক আদিবাসী দিবস ।। সোহেল হাজং




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost