Thokbirim | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবন থমকে যায়নি, কিছুটা পরিবর্তন এসেছে ।। শিল্পী কৃপাঞ্জলী সাংমা

প্রকাশিত : আগস্ট ১৬, ২০২০, ১৫:৫৬

জীবন থমকে যায়নি, কিছুটা পরিবর্তন এসেছে ।। শিল্পী কৃপাঞ্জলী সাংমা

আ’চিকদের(গারো/মান্দি) মাঝে যেকজন কণ্ঠশিল্পী আছেন তাদের মধ্যে আলদাভাবে চেনা যায় কৃপাঞ্জলী সাংমাকে । গায়কী কিংবা সুরের জাদুতে মুগ্ধ করে রাখেন দর্শক শ্রোতাদের। তিনি বর্তমানে লেখা পড়া করছেন নটর ডেম ইউনিভার্সিটিতে। লেখাপড়ার পাশাপাশি ক্রেমলিন ব্যান্ড দলের সাথে যুক্ত আছেন ভোকালিস্ট হিসাবে। করোনার মহামারিতে আছেন বিরিশিরির নিজ গৃহে। তার বর্তমান- ভবিষ্যৎ নিয়ে তারই বাসায় কথা বলেছেন লেখক দিশন অন্তু রিছিল। সেই আলাপের বিশেষ অংশ থকবিরিম পাঠকদের জন্য প্রকাশ করা হলো-বি. স।

থকবিরিম: কেমন আছেন এই করোনার মহামারিতে ?

কৃপাঞ্জলী সাংমা : সৃষ্টিকর্তা ভালই রেখেছেন। মহামারির এই পরিস্থিতিতেও পরিবার নিয়ে ভালই আছি।

থকবিরিম : ঘরে সময় কাটাচ্ছেন কীভাবে?

কৃ. সা : প্রতিদিন সময় কেটেই যায়। কারণ আমার অনলাইনে কাজ চলছে, পরীক্ষাও হয়।  আর তার সাথে সাথে মিউজিকে সময় দিচ্ছি।

বোকালিস্ট কৃপাঞ্জলী সাংমাক।

কৃপাঞ্জলী সাংমা

থকবিরিম : নতুন গান নিয়ে বলুন…

কৃ. সা: ক্রেমলিনের নতুন গান নিয়ে কাজ চলছে। আ’চিক গান। কিন্তু করোনা পরিস্থিতিতে দলের সদস্যরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে । তবে খুব তাড়াতাড়ি গানের কাজ শুরু করতে পারবো বলে আশা রাখি।

থকবিরিম : এবারের ওয়ালগালায় কোন পরিকল্পনা আছে কি?

কৃ. সা: এবার ওয়ালগালা হবে কিনা সেই ব্যাপারে বলা যাচ্ছে না এখনো। প্রতিবছরের ওয়ানগালায় ক্রেমলিন অংশগ্রহণ করে থাকে তবে এবার সময় না আশা পর্যন্ত বলা যাচ্ছে না ।

থকবিরিম : গারোদের জীবন জীবিকা অনেকটাই থমকে গেছে । আপনারও কি সব কিছু থমকে গেছে ?

কৃ. সা: আমার জীবন অবশ্য থমকে যাইনি। শুধু কিছুটা পরিবর্তন এসেছে। ক্লাস পরীক্ষা, গান সবই চলছে নিজ গতিতে। বোরিং এর সময় আমি টুকটাক গিটার শিখার চেষ্টা করছি। অবসর সময়ে রান্না করি, নতুন পদের রান্না শিখি, গান শুনি। এভাবেই কেটে যাচ্ছে বেশ।

থকবিরিম: বিয়ে নিয়ে বলুন…

কৃ. সা : বিয়ে নিয়ে আপাতত চিন্তা নেই। বরঞ্চ বিয়ের আগেই কীভাবে মিউজিক নিয়ে আরও বেশি বেশি কাজ করতে পারব সেটা নিয়ে চিন্তা ভাবনা করি।

কৃপাঞ্জলী সাংমা

কৃপাঞ্জলী সাংমা

থকবিরিম : যারা  গানের বা নতুন বিনোদন জগতে আসছে তাদের জন্য আপনার পরামর্শ কী ?

কৃ. সা : নতুনদের উদ্দ্যেশে বলতে চাই, সংগীত, নৃত্যসহ গোটা বিনোদন জগতে “টাকা রোজগারটাকে বড়করে না দেখে আমার মনে হয় এই জগতটাকে ভালবাসতে হবে। কাজটাকে ভালবাসতে হবে। তাহলেই আমরা বিনোদন জগতে আনন্দ নিয়ে টিকে থাকতে পারব।

ছবি সংগৃহীত

ট্রাফিক হলো একটা কমনসেন্স-এর বিষয়- সার্জেন্ট লিমা চিসিম

জীবন সম্পর্কে পরিস্কার ধারণা থাকতে হবে।।প্রলয় চিসিম

@যারা লিখতে আসছে তাদের মধ্যে অনেকেই প্রতিশ্রূতিশীল এবং দায়বদ্ধতাও আছে-জেমস জর্নেশ চিরান




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost