Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গারো রাজা জাপফা জালিনফা ।। মতেন্দ্র মানখিন

প্রকাশিত : আগস্ট ১৫, ২০২০, ০৯:৫৫

গারো রাজা জাপফা জালিনফা ।। মতেন্দ্র মানখিন

দুঃখ ভারাক্রান্ত অরণ্যের শোক সভায় দীর্ঘ আহাজারি

ফিরে এসে দেখো-স্বর্গ-নরক-চিৎমাং- বালফাকরাম থেকে

গারো রাজা জাপফা জালিনফা, সুকফা, বংগীফারা।

কত বদলে  গেছে সময়, সমাজ, স্থান-কাল-পাত্র

বিচিত্র সেলুকাস বর্তমান গারো সমাজ ব্যবস্থা

ফিরে এসে দেখো, ক্ষুদ্র ভগ্নাংশের নানা সমীকরণ

মূল পটভূমি থেকে বিভাজিত কত ধর্ম-দর্শন

লোকায়ত জীবন ধারার বিচিত্র প্রেক্ষাপট।

সেই সাম্যবাদী সমাজ কাঠামো আজ ভেঙে খানখান

সমষ্টির চেয়ে এখন ব্যক্তির প্রাধান্য

সংহতি নেই, সমাজে স্বার্থ-দ্বন্দ্ব-সংঘাত

এসে দেখো- সুযোগ সন্ধানী কত ষড়যন্ত্রের জাল

বেহাত হয়ে যায় কখন সহায় সম্পদ, ভূমি ও নারী।

তোমাদের রেখে যাওয়া ন্যায়দণ্ড খণ্ড খণ্ড ভঙ্গুর

সরলতা আজ দূর্বলতার নামান্তর

সামাজিক দায়বদ্ধতা দায়সারা গোছের

সব তিক্ততা-মনে-বনে-কোণে, চিন্তা-চেতনায়

অন্ধকারে নিমজ্জমান ইতিহাস-ঐতিহ্য

চোখে পড়ে সবখানে সর্বগ্রাসীর বিদ্রুপ সংহার নৃত্য

জাতিসত্বার অভয়ারণ্যে বিকট-বৃহৎ বৃংহতি।

আরো লেখা

উত্তরে লক ডাউন দক্ষিণে লাশের গন্ধ ।।  মতেন্দ্র মানখিন

চু ।। গারো সম্প্রদায়ের প্রধান পানীয় ।। মতেন্দ্র মানখিন




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost