Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনা, প্রাণের কথা বলতে দিলো না

প্রকাশিত : আগস্ট ১০, ২০২০, ১৫:৪৩

করোনা, প্রাণের কথা বলতে দিলো না

চারদিকে শুনশান নিরব নিস্তব্ধ।  কোনো মাইক নেই, ব্যানার-ফেস্টুন নেই, সাজুগুজু করা কোনো  আদিবাসী তরুণ-তরুণী নেই, গালে কিংবা মুখে নেই থক্কা কিংবা টা্ট্টু। নেই আদিবাসী বন্ধুদের ঝাঁঝালো ভাষণ। নেই পাহাড়ি-সমতলের ঐতিহ্যবাহী নাচ কিংবা  গান। এমন নিরব নিস্তব্ধ ছিলো ঢাকায় অবস্থিত বাংলাদেশের জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণ।

৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস । সারা বিশ্বের মতো বাংলাদেশেও আদিবাসী দিবস পালন করা হয়েছে। কিন্তু প্রতিবছরের মতো এই বছর কোভিড-১৯ মহামারির কারণে জাতীয শহিদ মিনারে কোনো কার্যক্রম ছিলো না। না বাংলাদেশ আদিবাসী ফোরামের অনুষ্ঠান না কোনো অঙ্গসংগঠনের অনুষ্ঠান। অথচ এই শহিদ মিনারকে কেন্দ্র করেই জাতীয় সব প্রতিবাদ-দাবিদাওয়ার সমাবেশ হয়ে থাকে, আনন্দোলন হয়ে থাকে। কিন্তু ২০২০ সালের আদিবাসী দিবসকে ইতিহাস করে দিলো করোনা ভাইরাস। কোভিড-১৯  আদিবাসীদের দুঃখের কথা, সাংবিধানিক স্বীকৃতির কথা, পাওয়া-না পাওয়ার কথা বলতে দিলো না।

শহিদ মিনার

প্রতিবছর এই দিনে সকাল থেকে আদিবাসীদের বাহারি নাচ-গানে- শ্লোগানে মুখর হয়ে উঠতো শহিদ মিনার প্রাঙ্গণ। শুধ শহিদ মিনার নয় টিএসসি কিংবা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট কোথাউ জমে ওঠেনি আড্ডা।সবখানে নিরবতা-জনশূন্য নিস্তব্দতা বিরাজ করছিলো। এ যেন কোনো এক অচেনা শহর, মুখে মাস্ক পরে বেড়াচ্ছে অদৃশ্য শত্রু।

তবে করোনা থামাতে পারেনি ভার্চুয়াল কোনো অনুষ্ঠান। এই বছর কোভিড-১৯এর কারণে সকাল অনুষ্ঠান আয়োজন হয়েছে ভার্চুয়ালভাবে ।

।। থকবিরিম বিশেষ প্রতিনিধি

আদিবাসী বিষয়ক অন্যান্য লেখা

আদিবাসী ধর্মের আধ্যাত্মিকতা  ।। গৌরব জি. পাথাং

কোভিড-১৯ ও আন্তর্জাতিক আদিবাসী দিবস ।। সোহেল হাজং

রাষ্ট্রের অ্যান্টাগনিজম ।। নিগূঢ় ম্রং

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost