Thokbirim | logo

৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খিম্মা ( স্মৃতি স্তম্ভ/খুঁটি ) ।। আদি গারো সাংসারেক রীতি

প্রকাশিত : আগস্ট ০৭, ২০২০, ১১:১৯

খিম্মা ( স্মৃতি স্তম্ভ/খুঁটি ) ।। আদি গারো সাংসারেক রীতি

খিম্মা বা স্মৃতি স্তম্ভ গারো সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ  অংশ। খিম্মা হচ্ছে মৃত লোকের স্মরণে তৈরিকৃত স্মৃতিস্তম্ভ বা খুঁটি। আদি সাংসারেক গারোদের রীতি অনুযায়ী পরিবারের কেউ মারা গেলে সেই ব্যক্তির স্মরণে শাল , কাঁঠাল গাছের কাঠ দিয়ে ( সব গাছের কাঠ দিয়ে খিম্মা তৈরি হয় না) মৃত লোকের আদলে তৈরি করা হয় খিম্মা। সেই খিম্মা  বাড়ির উঠানের পাশে কিংবা বাড়ির সামান্য দূরে যে কোনো দিকে সুবিধামতো  স্থাপন করতে হয়। বর্তমান সময়ে আদি সাংসারেক রীতিতে খিম্মা তৈরি তেমন দেখা যাচ্ছে না যেহেতু প্রায় গারোদেরকে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হতে দেখা যাচ্ছে।

চিজং নকমা রাগেন্দ্র নকরেকের বাড়ির সামনে স্থাপিত খিম্মা

খিম্মা স্থাপন সম্পর্কে লেখক থিওফিল নকরেক লিখেছেন-  ‘গারো রীতি অনুসারে মৃত ব্যক্তির স্মরণে খিম্মা বা স্মৃতি খুঁটি স্থাপন করা হয়। সাধারণত ছেলে এবং মেয়ে উভয়ের জন্য পৃথকভাবে বানানো হয় খিম্মা। বাড়ির আঙিনার কোণায় খিম্মা সংআ করা হয়। বয়স্ক পুরুষ হলে খিম্মা সংআ এর সময় ধুতি পড়াতে হয় ও তার ব্যবহৃত জামা পরিধান করানো হয়। এমনকি একটি ছাতাও ঁেবধে দেয়া হয় খিম্মার সঙ্গে। কোন কোন বাড়িতে দেখা যায় যে অনেকগুলো খিম্মা আছে। কেননা তাদের পরিবারের যতজন মৃত্যুবরণ করেছে তাদের সকলের খিম্মা একই স্থানে স্থাপন করা হয় পাশাপাশি। খিম্মা সংআর জন্য খিম্মা প্রতিষ্ঠা স্থলে একটি মোরগ খামাল বা পুরোহিত গলা থেকে হাত দিয়ে ব্যবচ্ছেদ করে মৃতব্যক্তির নামে উৎসর্গ করেন। কিছু ভাত-তরকারি কলা পাতায় নিয়ে খিম্মার গোড়ায় দেয়া হয়। সঙ্গে সামান্য পরিমাণের চু-বিচ্চি দিতে হয়। তার ব্যবহার্য থালা গ্লাস ও বাটিও সাথে দেয়া হয়। গারোদের ধারণা মৃত ব্যক্তির আত্মা সেখানে এসে ঐসব গ্রহণ করবে।’

।। থকবিরিম ডেস্ক

কানতাপ

চু জাঙ্গি

চু ।। মতেন্দ্র মানখিন

খিমখা

সামবলদাক




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost