Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিখোঁজের তিনদিন পরও খোঁজ মেলেনি ফ্রান্সি রেমার

প্রকাশিত : আগস্ট ০৭, ২০২০, ২৩:১০

নিখোঁজের তিনদিন পরও খোঁজ মেলেনি ফ্রান্সি রেমার

এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ কিংবা বিভিন্ন এলাকায় মোটরবাইকের সাহায্যে খোঁজ করেও পাওয়া যাচ্ছে না বাবাকে।এদিকে গ্রামের সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজ মি. ফ্রান্সিস রেমার বড় ছেলে পুনম থিগিদি।

মি. ফ্রান্সিস রেমা গত বুধবার (৫ আগস্ট ২০২০) সন্ধ্যায় বাইরে হাঁটচলা করতে বেরিয়েছিলেন। কিন্তু  আজ ৭ আগস্ট রাত ১১.০০মি. এ রিপোর্ট  লেখা পর্যন্ত  বাড়ি ফেরেননি।

উল্লেখ্য মি. ফ্রান্সিস রেমা  পীরগাছা সেন্ট পৌলস্ হাই স্কুলের সাবেক  স্কুল পরিদর্শক । বর্তমানে তিনি  মানসিক সমস্যায় ভুগছিলেন।  মি. ফ্রান্সিস রেমার স্ত্রী  মৃত  নীলিমা থিগিদি একই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তাদের গ্রামের বাড়ি থানার বাইদ, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মি. ফ্রান্সিস রেমার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে-

পুনম থিগিদি- 01740 575993
দ্বীপ (ছোট ছে‌লে) > 01722002260

টগর 01712 765071. 01552 459700

 

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost