Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পালা গরু কিংবা ছাগল বিক্রি করে বাজার সদাই করছেন।।বিউটিশিয়ানদের বয়ান।। পর্ব-৩

প্রকাশিত : আগস্ট ০৩, ২০২০, ২৩:০১

পালা গরু কিংবা ছাগল বিক্রি করে বাজার সদাই করছেন।।বিউটিশিয়ানদের বয়ান।। পর্ব-৩

পূর্ব প্রকাশের পর…

‘ সেই মে মাসে গ্রামে চলে আসছি। এখনও গ্রামেই আছি। হাতে টাকা পয়সা নাই।  এদিকে শহরে বাসা ভাড়া দিন দিন বাড়ছে। বাড়িওয়ালা ফোন দিচ্ছে। এখন না পারি ছেড়ে আসতে না পারি যেতে। এই অবস্থা কতদিন হবে কে জানে? তবে আগামী কয়েক দিনের মধ্যে শহরে যাবার কথা হচ্ছে। বাকিটা ঈশ্বর জানে’

ফোনে বলছিলেন একজন বিউটিশিয়ান। তারা কাজ করেন ঢাকার বাইরের আরেক শিল্প নগরীতে। তারা মানে তাদের পরিচিত আরো বেশ কয়েকজন গ্রামে চলে আসছে একই সময়ে।তারা এই করোনার কারণে স্বামী-সন্তান নিয়ে গ্রামে চলে গেছেন। কিন্তু  বাসা ছেড়ে দেননি। তারা মনে করেছিলেন করোনা বেশিদিন থাকবে না বাংলাদেশে। তাই বাসা ছেড়ে না দিয়েই গ্রামে চলে আসছিলেন। কিন্তু করোনার এই অবস্থায় তারা না পারছেন শহরে ফিরে যেতে না পারছেন বাড়ির মালিককে না করে দিতে।  আজ কাল করতে করতে আগস্ট এসে গেছে কিন্তু তাদের কাজে ফেরা হয়নি। এদিকে যা টাকা নিয়ে এসেছিলেন সব শেষ হয়ে গেছে। এখন পালা গরু কিংবা ছাগল বিক্রি করে বাজার সদাই করছেন। বাচ্চাদের আব্দার মেটাচ্ছেন

এমন ঘটনা প্রায় সব বিউটিশিয়ানদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। বেশিরভাগ অসহায়ের মতো দিন গুনছেন। শহরে যে কজন কাজ করছেন স্বাস্থ্যবিধি মেনে তারাও পাচ্ছেন না ফুল বেতন। তবু করোনার ভয়কে তোয়াক্কা না করে জীবন বাঁচানোর জন্য সংসারের চাকা সচল রাখতে যেতে হচ্ছে পার্লারে। আর যে কজন মান্দি নারী পার্লার পরিচালনা করছেন তাদের অবস্থাও তেমন আশানুরূপ নয় বলে জানা গেছে।

চলবে.. 

।। জাজ্রিং মারাক




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost