Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা তুষি হাগিদক ।। মুক্তিযোদ্ধার মুখচ্ছবি

প্রকাশিত : আগস্ট ০১, ২০২০, ১৯:১৭

বীর মুক্তিযোদ্ধা তুষি হাগিদক ।। মুক্তিযোদ্ধার মুখচ্ছবি

বীর মুক্তিযোদ্ধা তুষি হাগিদক। জন্মস্থান  কলমাকান্দা থানার ল্যাংগুড়া ইউনিয়নের রামপুর গ্রাম। বিবাহসূত্রে বর্তমানে তিনি ধোবাউড়া থানার নয়াপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। স্বামী মতেন্দ্র মানখিন গারো সম্প্রদায়ের একজন বিশিষ্ট কবি ও গীতিকার।

১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তুষি হাগিদক ৯ম শ্রেণিতে পড়াশোনা করছিলেন। আর দেশের পরিস্থিতি চরম আকার ধারণ করলে ভারতের মেঘালয়ে চলে যান। সেখানে একদিন মল্লিকার মাধ্যমে খবর পান যে, নারীদের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য একটা ক্যাম্প খোলা হয়েছে।  যারা যেতে চায় তারা যেতে পারে। সেখানে অবস্থানরত প্রধান শিক্ষকও তাদের দেশের জন্য কিছু করার আহ্বান জানান। পরে  তার কথার প্রেক্ষিতে চলে যান এবং এক মাস ট্রেনিং গ্রহণ করেন। প্রথমে ট্রেনিং দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। প্রাথমিক চিকিৎসা ট্রেনিং শেষ করেই সেবা দিতে শুরু করেন। এবং মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে অসুস্থ্ মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান করেন।

স্বামী কবি মতেন্দ্র মানখিনের সাথে তুষি হাগিদক

কিন্তু দেশ স্বাধীন ঘোষণার পর দেশে চলে আসেন। কাজের সার্টিফিকেট আনা হয়নি বলে বাংরাদেশ সরকারকে তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন। ফলে এখনও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। তবে ভারতীয নাম্বারসহ বিভিন্ন কাগজপত্র স্বীকৃতির আশায় মুক্তিযোদ্ধা অফিসে জমা পড়ে রয়েছে। মুক্তিযোদ্ধা তুষি হাগিদক চান তিনি যেন দ্রুতই স্বীকৃতি পেয়ে যান।

।। থকবিরিম ডেস্ক




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost