Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনাকালে কেমন আছেন কবি জর্জ নীলু রুরাম

প্রকাশিত : আগস্ট ০১, ২০২০, ১৫:৩৯

করোনাকালে কেমন আছেন কবি জর্জ নীলু রুরাম

‘আমি আপাতত ভালো আছি।  তবে লেখা বন্ধ রয়েছে।একদিকে  করোনা আরেক দিকে সাংসারিক কাজের ঝামেলায় লেখা হচ্ছে না।’

-গ্রামে করোনার প্রভাব কেমন?

– গ্রামে এর তেমন কোনো প্রভাব দেখি না। সবাই মাস্ক ছাড়াই ঘুরে বেড়ায়। তবে আমি বাইরে গেলে মাস্ক পরি।  এদিকে নদীতে বন্যার কারণে  পাড় ভাঙছে শুনছি যেতে পারি নাই। দিনও ভালো না। দেখি কাল পরশু যাবো।

বলছিলেন কবি জর্জ নীলু রুরাম। করোনাকালে কেমন আছেন গারো কবি সাহিত্যিকগণ কিংবা শিল্প সংস্কৃতি জগতের মানুষজন তার জানার আগ্রহ থেকেই খোঁজখবর নেয়া।  আর তাদের ভক্তবৃন্দেকে জানান দেয়া  যে, তাদের প্রিয় মানুষ ভাল আছে সুস্থ আছে।

কবি জর্জ নীলু রুরাম জন্ম ১৯৪৬ সালের ৪ মার্চ। নিঃসঙ্গ বলাকা’ নামে কবির একটি গল্পগ্রন্থ এবং ‘ অব্যক্ত বেদনা’ নামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। কবি নিজ বাড়ি দুর্গাপুর থানার রানিখং গ্রামে বসবাস করছেন।

ছবি : থকবিরিম

।। মিঠুন রাকসাম




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost