Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

১-১০ আগস্ট আদিবাসী উদ্যোক্তাদের প্রথম সাবাংগী মেলা

প্রকাশিত : জুলাই ২৫, ২০২০, ১১:১১

১-১০ আগস্ট আদিবাসী উদ্যোক্তাদের প্রথম সাবাংগী মেলা

৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস’কে সামনে রেখে ১-১০ আগস্ট পর্যন্ত অনলাইন ‘সাবাংগী গ্রুপ’ প্রথম বারের মতো অনলাইন সাবাংগী মেলা আয়োজন করতে যাচ্ছে। মেলাটিতে আদিবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের পণ্যের সমাহার থাকবে। সাবাংগী অনলাইন গ্রুপটি গত ২২ জুলাই এক বছর পূর্ণ করেছে।

সাবংগী প্লাটফর্মের উদ্যোক্তা দুলু হুমোরী মেলা আয়োজন সম্পর্কে জানান, “সাবাংগী মূলত আদিবাসী নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত একটি অনলাইন প্লাটফর্ম যেটার মূল হোতা হলেন ৬ জন পাহাড়ি নারী যাদের মধ্যে ৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা এবং একজন রিসেলার… আমাদের এইসব প্লাটফর্মের উদ্দেশ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আদিবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে পরিচিতি বাড়িয়ে নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় করা, আর সময় সুযোগ মত সবাইকে নিয়ে মেলার আয়োজন করে উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে তরুণ সমাজকে আকর্ষিত করা। এর আগে আমরা অল্প পরিসরে ঢাকায় মেলার আয়োজন করেছি.. বিঝুর আগে রাঙামাটিতে বড়সড় করে করার পরিকল্পনা করেছিলাম কিন্তু কোভিড ১৯ এর আবির্ভাবে আর কিছু সম্ভব হয়নি। যেহেতু এখন পরিস্থিতির কারণে আমাদের আদিবাসী দিবস প্রতিবছরের মত আয়োজন করে হয়তো করার সুযোগ থাকবে না… সবাই প্রায় এখন অনলাইনমুখী… তাই আমরা সবাই চিন্তা করলাম আমরা চাইলে তো আদিবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে অনলাইনেও মেলার আয়োজন করতে পারি.. শুধু কিছু নিয়ম কানুন নির্দিষ্ট করে দিলেই হল সেলারদের জন্য।’

তিনি আরো বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা নানা আলোচনা, সংযোজন, বিয়োজনের পর আজকে অবশেষে খুব সাধারণ কিছু শর্ত জুড়ে দিয়ে মেলার খবর পোস্ট করি। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে এক দিনেই অর্ধশতাধিক মেলায় অংশগ্রহণকারী সেলার পেয়েছি আমরা”।

মেলায় অংশগ্রহণের নিয়মাবলী হচ্ছে- মেলায় অংশগ্রহণ করার জন্য প্রথমে ‘সাবাংগী গ্রুপ’র পেজে পিন পোস্ট করা পোস্টটি ভাল করে পড়তে হবে, ওখান থেকে নির্ধারিত একটি অংশ কপি করে আপনার টাইমলাইন ও আপনার নিজস্ব বিজনেস গ্রুপে পোস্ট করতে হবে এবং স্ক্রিনশট নিয়ে দুটোই আমাদের সাবাংগীর অফিসিয়াল পেজে ইনবক্স করতে হবে । সেখানে আমরা আরো কিছু শর্ত যেমন মেলা উপলক্ষে অফার দেওয়া, পোস্ট করার নিয়মাবলী মানতে হবে। যদি সেলার শর্ত মানতে রাজি হয় তাকে একটি মেলার কোড দেওয়া হবে। কেবল কোড যারা পাবেন তারাই মেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

।। জাডিল মৃ




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost