Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

করোনাকালে ভালো নেই শিল্পী ফরিদ জাম্বিল

প্রকাশিত : জুলাই ২৩, ২০২০, ২০:২৬

করোনাকালে ভালো নেই শিল্পী ফরিদ জাম্বিল

‘অর্থনৈতিক মন্দার কারণে ইনকাম সোর্স বন্ধ। ৪/৫ মাস শিল্পকলাও বন্ধ। যারা পড়তে আসতো তারাও তো আসে না এই করোনাকালে। তাই বেকার হয়ে আছি। কোনো কাজ নাই। যারা ঘুরে কাজ করতো, গ্রামের দরিদ্র জনগণ তাদের জন্য সরকার ১০টাকা দরে চাল দেয়। অনেকে বয়স্ক ভাতা পায়। কিন্তু আমরা তো কিছুই পাচ্ছি না।  ফলে ভাল আছি  বলতে পারি না।’

কথাগুলো বলছিলেন গারো জাতিসত্তার প্রখ্যাত শিল্পী কমলাকান্দা থানার তারানগর নিবাসী ফরিদ জাম্বিল। গারো সম্প্রদায়ের লোকজন ফরিদ জাম্বিলকে কে না চিনে! সবার মুখে মুখে জাতীয় সংগীতের মতো বাজে তাঁর বহুলজনপ্রিয় গান ‘ বাংআ জাবুচ্চিম দুখনি সাগাল বালজ্রুয়ে…’  আরেক কীর্তিমান কবি মতেন্দ্র মানখিনের লেখা গান ফরিদ জাম্বিল সুর দিয়ে সালগিত্তাল অনুষ্ঠানে গেয়েছেন। সেই থেকে তিনি এবং কবি দুজনই সমান জনপ্রিয়তা লাভ করেন।

করোনা সচেতনতা সম্পর্কে শিল্পীর কাছে জানতে চাইলে বলেন, এদিকে করোনার সচেতনতা আছে। কারিতাস লিফলেট বিলি করেছে। রেডিও টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। আমিও বাজারে কিংবা বাড়ির বাইরে গেলে মাস্ক পরি, সাবান দিয়ে হাত ধুই। বাইরে থেকে আসলে আগে পরিস্কার হয়ে তারপর ঘরে ঢুকি। এখানকার মানুষজন সবাই মোটামুটি জানে।

আলাপের বেশি সময় ধরেই অর্থনৈতিক মন্দার কথা উঠে এসেছে। তিনি যে কাজ করতেন সেটি বন্ধ হওয়ায় অসুবিধায় পড়তে হচ্ছে সেটা বুঝা গেছে স্পষ্ট!  তবু তিনি বলেন, শরীরের অবস্থা তেমন ভালো না হলেও ভালো। বয়স হয়ে যাচ্ছে, তাও ভালোই আছি! ইনকাম সোর্স বন্ধ তাই  অর্থনৈতিকভাবে বেকায়দায় পড়ে গেছে।’

করোনকালীন আলাপ-সালাপ।। মিঠুন রাকসাম 

করোনা মহামারি, কেমন যাচ্ছে কালাচাঁদপুর মান্দিদের দিন ।। পর্ব-১

পুলিশ লাইন্স বরিশালে ভলিবল গ্রাউন্ড খেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost