Thokbirim | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গারো কবিদের নিয়ে স্বরচিত কবিতা পাঠানুষ্ঠান

প্রকাশিত : জুলাই ০৮, ২০২০, ১৪:০৪

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গারো কবিদের নিয়ে স্বরচিত কবিতা পাঠানুষ্ঠান

গারো সাহিত্যের ছোটকাগজ থকবিরিমের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটস্থ নকমান্দির হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্বার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ওবায়েদ আকাশ, গারো জাতিসত্বার বিশিষ্ট ব্যক্তি কর্ণেলিউস কামা, লেখক সুমনা চিসিম।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, আদিবাসি জনগোষ্ঠী যারা একটি রাষ্ট্রের কালচারাল ডাইভারসিটিকে বৃহত্তর করে তাদের কাছে আমাদের আসতে হবে এবং অনবরত আসাটা তাদের জায়গাটাকে পূর্ণ করে দেয়ার একটি বড় প্রতিজ্ঞাস্বরূপ হতে হবে আমাদেরকে।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, গারো কবিদের নিজস্ব ভাষায় কবিতা লিখতে হবে, নিজস্ব সংস্কৃতির কথা তুলে ধরতে হবে।

কবি ওবায়েদ আকাশ বলেন, বাঙালি কবিদের পাশাপাশি গারো কবিরাও ভাল কবিতা লিখছে, তাদের এই উদ্যোগ খুবই ভাল। এই ধরনের উদ্যোগ গারো সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ করবে।

শুভেচ্ছা বক্তব্যে থকবিরিমের উপদেষ্টা থিওফিল নকরেক বলেন, গারো কবিদের নিয়ে থকবিরিম এই প্রথম এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি গারো সাহিত্যের জন্য বড় ভূমিকা রাখবে বলে মনে করি।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মতেন্দ্র মানখিন, জেমস জর্নেশ চিরাম, থিওফিল নকরেক, পরাগ রিছিল, লেবিসন স্কু, ব্যঞ্জন মৃ, ফৈবি চিরিং মারাক ও সুবর্ণা পলি দ্রং। মাকে নিয়ে লেখা একজন মুক্তিযোদ্ধার একটি চিঠি আবৃত্তি করেন বাচিক শিল্পী মাহফুজুল হক হদয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কবি মিঠুন রাকসাম।

সূত্র : সমকাল (অনলাইন ভার্সন)




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost