Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

SSMI-সম্প্রদায়ে চিরব্রত গ্রহণ করলেন সিস্টার রুবি চিসিম, সিস্টার ন্যান্সি মাংসাং এবং সিস্টার চন্দ্রা রোজারিও

প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০১৯, ১৩:৫৮

SSMI-সম্প্রদায়ে চিরব্রত গ্রহণ করলেন সিস্টার রুবি চিসিম,  সিস্টার ন্যান্সি মাংসাং  এবং সিস্টার চন্দ্রা রোজারিও

টিএন :   সিস্টার রুবি চিসিম,  সি. ন্যান্সি মাংসাং  এবং সি. চন্দ্রা রোজারিও  SSMI- সম্প্রদায় (সালেশিয়ান) থেকে তাঁরা  আজ শুক্রবার (২৯ নভেম্বর) শেষ ব্রত গ্রহণ করছেন ।

শেষ ব্রত অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায় । শেষব্রত অনুষ্ঠানের খৃষ্টযাগ পরিচালনা করেন বিশপ পনেন পল কুবি সিএসসি। এ সময় খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন ভিকার জেনেরাল জেনারেল ফা. রবার্ট মানখিন, ফা. সুনির্মল মৃ, ফা. সঞ্জয় চিসিমসহ ময়মনসিংহ ধর্ম প্রদেশের  অনেক ফাদার ও সিস্টারগণ এবং খ্রিষ্টভক্তগণ।

সিস্টার রুবি চিসিম-এর গ্রামের বাড়ি শেরপুর জেলার চর শ্রীপুর,   সি. ন্যান্সি মাংসাং-এর গ্রামের বাড়ি নালিখালী  এবং সি. চন্দ্রা রোজারিও’র গ্রামের বাড়ি নাগরির দড়িপাড়া।

ছবি : লোটাস লূক চিসিম




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost