Thokbirim | logo

৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২০১৯ সালের ফার্মগেট ওয়ানগালা শুরু : প্রথম দিন শিশুদের চিত্রাংকন এবং বড়দের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০১৯, ১২:৩৬

২০১৯ সালের ফার্মগেট ওয়ানগালা শুরু : প্রথম দিন শিশুদের চিত্রাংকন এবং বড়দের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

টিএন : প্রতি বছররের মতো এই বছরও ঢাকা ফার্মগেট ওয়ানগালা শুরু হয়েছে। তবে প্রতিবছর থেকে এই বছরের ওয়ানগালার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই বছর তিনদিনব্যাপী ওয়ানগালা উৎযাপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২২ শে নভেম্বর সেন্ট যোসেফ মাঠে সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকালে তিনটি দলের ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।


সকাল ১১টায় শুরু হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। শিশুদের চিত্রাংকন পরিচালনা করেন সালাস মানখিন এবং ভাস্কর হাচ্চা। দুপুর ১টা থেকে শুরু হয় ফুটবল প্রীতিম্যাচ।

প্রথম ম্যাচে যুবক সাংমা বনাম মারাক দলের খেলা হয়। এতে সাংমা যুবক দল বিজয়ী হন। পরে ‍সাংমা বনাম মারাক মেথ্রা দলের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় সাংমা দল জয়ী হন। পরে বিকালে সাংমা বনাম মারাক বুদেফা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় সাংমা বুদেফার দল জয়ী হন।
উল্লেখ্য তিনটি খেলায় শেষ পর্যন্ত ট্রাইবেকালে গড়ায় এবং প্রতি দলই ট্রাইবেকারে জয়ী হন।
শেষে প্রতি দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরনীর সময় উপস্থিত ছিলেন লেখক ও সাবেক নকমা থিওফিল নকরেক, উপসচিব সেবাস্টিন রেমা, উপসচিব হেমন্ত কুবি, উপকর কমিশনার কর্ণেলিউস কামা, সাবেক নকমা পবিত্র মান্দা, সাবেক নকমা প্রেমসন ম্রং, এবং অন্যান্য বছরের সাবেক নকমাগণ ও ঢাকাবাসী বিভিন্ন এলাকা থেকে আগত গারো আদিবাসীগণ।




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost