Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পুলিশ লাইন্স বরিশালে ভলিবল গ্রাউন্ড খেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম

প্রকাশিত : ডিসেম্বর ০৫, ২০১৯, ১৫:১৫

পুলিশ লাইন্স বরিশালে ভলিবল গ্রাউন্ড খেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম

টিএন : বরিশাল পুলিশ লাইন্স -এ  ভলিবল গ্রাউন্ড খেলার শুভ উদ্বোধন হয়েছে বুধবার। এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি জনাব প্রলয় চিসিম। উদ্বোধন শেষে সক্রিয়ভাবে খেলায় অংশগ্রহণ করেন  জনাব প্রলয় চিসিম।

উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন  উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোঃ খাইরুল আলম।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মোঃ জাকারিয়া রহমান জিকু , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ফোর্স) জনাব মোঃ মাসুদ রানা সহ বিএমপি’র সকল বিভাগের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ।




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost