Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকা ওয়ানগালার (ফার্মগেট) নকমা তালিকা

প্রকাশিত : ডিসেম্বর ০২, ২০১৯, ১৯:১১

ঢাকা ওয়ানগালার (ফার্মগেট) নকমা তালিকা

টিএন :  আদি সাংসারেক গারোদের সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রধান উৎসব হচ্ছে ওয়ানগালা  বা ওয়ান্না। সাংসারেক গারোরা ওয়ান্নাকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করতেন। ওয়ান্না হতো তিন দিন ধরে। কিন্তু কালের বিবর্তনে আদি সাংসারেকগণ এখন খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হওয়ায় সেই আগের মতো তিনদিন ধরে ওয়ান্না পালিত হয় না। বর্তমানে একদিনে হুট করে ওয়ান্না পালিত হয়। ঢাকা শহরেও তার ব্যতিক্রম হয় না। ঢাকা শহরে বর্তমানে তিনটি ওয়ানগালা পালিত হয়। এই বছর ঢাকার অদূরে সাভার ইপিজেড এলাকায় ওয়ানগালা পালিত হয়েছে। যাকে বলা হচ্ছে  ওয়ানগালা ও  খ্রিষ্ট রাজার পর্ব। সেই হিসেবে ঢাকা শহরে চারটি ওয়ানগালা হচ্ছে। আদি-আসল খামালের পরিবর্তে খ্রিষ্ট ধর্মের যাজক হন খামাল। এই বছর বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি ধর্মপল্লিতে এই খ্রিষ্টরাজার পর্ব ওয়ানগালা পালিত হয়েছে।

ঢাকা শহরে প্রথম ওয়ানগালা পালিত হয় ১৯৯৪ সালে। সেই থেকে ঢাকা শহরে বসবাসরত গারো জনগোষ্ঠী তাদের সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রধান উৎসব ওয়ানগালা পালন করে আসছে। কিন্তু প্রথম ওয়ানগালা পালনে কোনো নকমা ছিলো না। ফাদার কামিলুসের প্রধান দায়িত্বে হয়েছিলো সেই ওয়ানগালা। সেক্রেটারির দায়িত্বে ছিলেন তৎকালিন নকমান্দির দায়িত্বে থাকা কো -অর্ডিনেটর রঞ্জিত রুগা।

নকমান্দির তালিকা মতে ঢাকা শহরে নকমার মাধ্যমে প্রথম ওয়ানগালা হয় ১৯৯৯ সালে। প্রথম নকমা হলেন পা: তপন মারাক। থকবিরিম পাঠকদের জানার সুবিধার্থে  ফার্মগেট ওয়ানগালার নকমার তালিকা প্রকাশ করা হলো। তালিকা দিয়ে সহযোগিতা করেছেন  বর্তমান নকমান্দির কো-অর্ডিনেটর প্রতাব রেমা।

ঢাকা  নকমান্দি / তেজগাঁও নকমাদের নামের তালিকা:

০১    পা: তপন মারাক ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট   ১৯৯৯

০২    মি: সুজিত আরেং        ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০০০

০৩   পা: তরুন চাম্বুগং ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট   ২০০১

০৪    মি: নিপুন সাংমা  ঢাকা- নকমা    নকমান্দি  ফার্মগেট  ২০০২

০৫    মি:রঞ্জিত রুগা    ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট   ২০০৩

০৬   মি: শৈবাল সাংমা ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট   ২০০৪

০৭    মি: সুর্বন চিসিম   ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০০৫

০৮   মি: প্রদ্বীপ স্কু         ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০০৬

০৯    মি: প্রেমশন ম্রং    ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০০৭

১০    মি: মানুয়েল মানখিন    ঢাকা- নকমা    নকমান্দি  ফার্মগেট  ২০০৮

১১    মিস: ত্রিপলী দারিং        ঢাকা- নকমা    নকমান্দি  ফার্মগেট ২০০৯

১২     মি: আন্দ্রিয় দ্রং     ঢাকা- নকমা    নকমান্দি  ফার্মগেট ২০১০

১৩    পা: অভয় চিসিম ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট   ২০১১

১৪     শশাংক রিছিল     ঢাকা- নকমা    নকমান্দি  ফার্মগেট ২০১২

১৫    মি:বরুন দফো     ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০১৩

১৬    মি:সুকলেশ নকরেক      ঢাকা- নকমা    নকমান্দি   ফার্মগেট২০১৪

১৭     মি:জেভিয়ার স্কু   ঢাকা- নকমা    নকমান্দি  ফার্মগেট ২০১৫

১৮   সৌরিন আরেং(সেং )     ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০১৬

১৯    পবিত্র মান্দা     ঢাকা- নকমা    নকমান্দি  ফার্মগেট ২০১৭

২০    মি: থিওফিল নকরেক    ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০১৮

২১     আলেক্সসিউস চিছাম     ঢাকা- নকমা    নকমান্দি ফার্মগেট  ২০১৯




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost