Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খ্রিষ্টান সম্প্রদায়ের আগমন কাল শুরু : আজ প্রথম রোববার

প্রকাশিত : ডিসেম্বর ০১, ২০১৯, ১৩:২১

খ্রিষ্টান সম্প্রদায়ের আগমন কাল শুরু : আজ প্রথম রোববার

টিএন : আজ ১ ডিসেম্বর। ডিসেম্বর মাস মানেই খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য একটি আনন্দের মাস একটি আত্মশুদ্ধির মাস।   আজ আগমন কালের প্রথম রোববার। দেশের প্রতিটি গির্জায় আগমনকালের প্রথম রোববার পালন করা হয়েছে। দেশের প্রতিটি ক্যাথলিক গির্জায় প্রথম রোববারে প্রথম মোববাতি প্রজ্জলন করা হয়। এভাবে চারটি রোববারে চারটি মোমবাতি প্রজ্জলিত হবে। আর  ২৫ ডিসেম্বর পালিত হবে ত্রাণকর্তা রাজাধিরাজ যিশু খ্রিষ্টের জন্মোৎসব।

মাসজুড়ে সারা বিশ্বের খ্রিষ্টভক্তগণ  খ্রিষ্ট যিশুকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন প্রথম রোববার থেকেই। কেনা কাটা-ঘরদ্বোর সাজানো শুরু হয় প্রথম সপ্তাহ থেকেই। ২৫ ডিসেম্বরকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডলীর ভেতর চলে নানা আয়োজন ও প্রস্তুতি।




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost